সময়টা এখন মোহাম্মদ শামির। বল হাতে নিলেই যেন দলকে উইকেট এনে দেবেন এই পেসার। গতকাল ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষেও নিয়েছেন ৫ উইকেট। গড়েছেন অসংখ্য রেকর্ড। সব মিলিয়ে বিশ্বকাপে ৩ ম্যাচ খেলেই শামির উইকেট এখন ১৪টি। ভারতের এই পেসারের এমন দাপুটে বোলিংয়ে মুগ্ধ পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম। সাবেক এই পেসার বলছেন, শ্রীলঙ্কাকে নিয়ে রীতিমতো খেলেছেন শামি।
গতকাল ৫ উইকেট নেওয়ার পথে কয়েকটি রেকর্ড গড়েছেন শামি। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। মাত্র ১৪ ইনিংসে নিয়েছেন ৪৫ উইকেট। ছাড়িয়ে গেছেন জহির খান ও জাভাগাল শ্রীনাথকে।
বিশ্বকাপে ৪৪ উইকেট নিতে জহিরের লেগেছিল ২৩ ইনিংস, শ্রীনাথের ৩৩ ইনিংস। আর ১৪তম ইনিংসেই কি না ওই দুজনকে ছাড়িয়ে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন শামি। এ ছাড়া বিশ্বকাপে ৭ বার কমপক্ষে ৪ উইকেট নিয়েছেন শামি। ছাড়িয়ে গেছেন মিচেল স্টার্ককে। আগের ম্যাচেই স্টার্কের ৬ বার ৪ উইকেট নেওয়ার কীর্তি ছুঁয়েছিলেন শামি। বিশ্বকাপে সবচেয়ে বেশি তিনবার ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রে স্টার্ককে ছুঁয়েছেন শামি। দুবার করে ৫ উইকেট আছে সাতজনের।
বিশ্বকাপে এমন সব রেকর্ড গড়া শামিকে প্রশংসায় ভাসিয়েছেন আকরাম, ‘৫ ওভারে ১৮ রানে ৫ উইকেট। কী দুর্দান্ত এক স্পেল। দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপে তিনবার ৫ উইকেট নিয়েছে। এর আগে শুধু মিচেল স্টার্কের এই রেকর্ড ছিল। এটা অনেক বড় বিষয়। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিও সে। ৪৫ উইকেটের মালিক। অবিশ্বাস্য পারফরম্যান্স।’
কীভাবে এই সফলতা পাচ্ছেন শামি, এরও রহস্য খুঁজেছেন আকরাম। তিনি বলেছেন, ‘শামি লেংথ বোলিং করেন আর সেটাই তাকে পুরস্কৃত করছে। বুমরার মতো ততটা সুইং পায় না , তবে বলে সিম থাকে। সব মিলিয়ে শামি ব্যতিক্রমী পারফরম্যান্স করছে। শ্রীলঙ্কার ব্যাট্যারদের নিয়ে খেলেছে।’