আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটির ওয়ানডে সিরিজটি বাংলাদেশ খেলেছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। আগামী মাসে ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে আরেকটি সিরিজের আগে সেই সিলেটেই প্রস্তুতি ক্যাম্প করতে যাচ্ছেন তামিম ইকবালরা। আজ রাতের ফ্লাইটে ঢাকা থেকে সিলেট যাবে দল।
এ ক্যাম্পের আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠক করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সে বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।
সিলেটে সংক্ষিপ্ত এ ক্যাম্পের উদ্দেশ্য প্রসঙ্গে সেখানে তিনি বলেন, ‘আমরা যখন সিলেটে খেললাম, মনে হয়েছে ইংল্যান্ডে যেমন উইকেট পাব সেগুলোর সঙ্গে সেখানকার কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হয়েছে সেখানেই অনুশীলন করা উচিত।’
সিলেটের উইকেটের সঙ্গে হাথুরুসিংহের মাথায় ছিল আবহাওয়ার প্রসঙ্গও, ‘এ ছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। এখানে (ঢাকায়) এখনো অনেক গরম, অনেক ম্যাচও খেলা হয়েছে (মিরপুরে)। যেমন উইকেট চাচ্ছি সেটি এখানে পাব না আসলে।’
সিলেটের এ ক্যাম্পটি চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। তবে দলের সঙ্গে যাচ্ছেন না সাকিব আল হাসান। সিলেটের প্রস্তুতি ক্যাম্প থেকে ছুটি নিয়ে ঈদের পরদিন গভীর রাতে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি। সাকিবের আপাতত সময় কাটবে যুক্তরাষ্ট্রে স্ত্রী–সন্তানদের সঙ্গে।
প্রস্তুতি ক্যাম্পে থাকছেন না আইপিএল খেলতে ভারতে থাকা লিটন দাস ও মোস্তাফিজুর রহমানও। দলের সঙ্গে সরাসরি ইংল্যান্ডে যোগ দেওয়ার কথা তাঁদের।
ঢাকা থেকে বাংলাদেশ দল ইংল্যান্ডে যাবে দুই ভাগে ভাগ হয়ে, যার বড় অংশটিই যাবে ৩০ এপ্রিল দিবাগত রাতে। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে হবে ৯, ১২ ও ১৪ মে। তার আগে ৫ মে বাংলাদেশ দল খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। সে ম্যাচের আগেই সাকিবের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও এ বছর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিশ্চিত হয়েছে আগেই।