তামিম আর আফ্রিদি, নাহিদ রানার কামান আর আজিজুলের ছক্কা

দুই দিন পরই শুরু বিপিএল। দলগুলো অনুশীলনে নেমে পড়েছে পুরোদমে। একেকটি দলে যোগ দিচ্ছেন বড় বড় তারকা। গতকাল ঢাকায় এসে আজ ফরচুন বরিশালের অনুশীলনে যোগ দিয়েছেন পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি। মিরপুরে বিসিবির একাডেমি মাঠে বরিশালের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে হাস্যোজ্জ্বল দেখা গেছে আফ্রিদিকে। দলগুলোর অনুশীলনের নির্বাচিত ছবি নিয়ে আজকের এই ফটোফিচার। শুধু আফ্রিদি নয়, ছবির গল্পে থাকবেন নাহিদ রানা, আজিজুল হাকিমরাও!
প্রথমবার বিপিএল খেলবেন। রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামার আগে অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন বাংলাদেশ অনূর্ধ্ব দলের অধিনায়ক আজিজুল হাকিম।
কী নিয়ে কথা বলছেন দুর্বার রাজশাহীর দুই ওপেনার জিশান আলম ও এনামুল হক?
বরিশালের অনুশীলনে যোগ দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি
দুই বাঁহাতি স্পিনার নাজমুল অপু ও তানভীর ইসলামের চেনা উদ্‌যাপন।
সাইফ হাসানকে কী পরামর্শ দিচ্ছেন রংপুর রাইডার্সের সহকারী কোচ বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল? পাশে প্রধান কোচ মিকি আর্থার।
বল তো আমি কে? বরিশালের স্পিনার নাঈম হাসান শাহাদত হোসেনের চোখ আটকে বোধ হয় এই প্রশ্নের উত্তরই চেয়েছেন।
অনুশীলনে কামান দাগছেন বাংলাদেশের দ্রুততম বোলার নাহিদ রানা।
‘দেখো, আফ্রিদি, ৫ ম্যাচ খেলবে, অন্তত ১০টা উইকেট নিয়ো’—আফ্রিদিকে এমন কিছু বলতেই পারেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল