ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়েছে ভারত-কানাডা ম্যাচ
ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়েছে ভারত-কানাডা ম্যাচ

এবার ভারত-কানাডা ম্যাচও পরিত্যক্ত

ফ্লোরিডার লডারহিলে এর আগে নেপাল-শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের ম্যাচ দুটি বজ্রবৃষ্টিতে পণ্ড হয়েছে। একই পরিণতি বরণ করেছে গতকালের ভারত-কানাডা ম্যাচটিও। ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়েছে ‘এ’ গ্রুপের ম্যাচটিও।

আজ লডারহিলে বৃষ্টি না হলেও আগের বৃষ্টির কারণেই সেন্ট্রাল বোয়ার্ড পার্কের মাঠের আউটফিল্ড ভেজা ছিল। নির্ধারিত সময়ে টস হয়নি, পরে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্তই ঘোষণা করেন।

আর তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে টস ছাড়াই সবচেয়ে বেশি ম্যাচ পরিত্যক্ত হওয়ার রেকর্ডে অস্ট্রেলিয়ার এমসিজির পাশে নাম লিখিয়েছে ফ্লোরিডার এ মাঠ।

অবশ্য আজকের এই ম্যাচ ছিল শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার। গত পরশু আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠে গেছে যুক্তরাষ্ট্র। এর আগে টানা তিন ম্যাচ জিতে ভারতও সুপার এইট নিশ্চিত করেছে।