অসাধারণ এক ক্যাচে রোহিত শর্মাকে ফেরালেন ট্রাভিস হেড। গ্লেন ম্যাক্সওয়েলের বলে যে ক্যাচটি অস্ট্রেলীয় ক্রিকেটার নিয়েছেন, সেটি স্তব্ধ করে দিয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের প্রায় ১ লাখ ৩০ হাজার ভারতীয় সমর্থককে। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসেই এটি অন্যতম সেরা ক্যাচ কি না, এ আলোচনা হতেই পারে
১৯৮৩ বিশ্বকাপে ডিপ মিড উইকেটের দিকে উল্টো দৌড়ে অসাধারণ এক হাই ক্যাচে ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ভিভ রিচার্ডসকে ফিরিয়েছিলেন কপিল দেব। ৪০ বছর আগে বিশ্বকাপ ফাইনালে কপিলের সেই ক্যাচটিকেই টার্নিং পয়েন্ট হিসেবে ধরা হয়। আজ ট্রাভিস হেডের ক্যাচটি কি সে ধরনেরই কিছু!
দারুণ খেলছিলেন রোহিত শর্মা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দর্শকেরা মেতে উঠেছিলেন তাঁর মারকুটে ব্যাটিংয়ে। ৩১ বলে ৪৭ রান করে দুর্দান্ত কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন ভারত অধিনায়ক। গ্লেন ম্যাক্সওয়েলের আগের বলেই ছক্কা মেরেছিলেন।
পরের বলটি ছিল নিরীহ দর্শনই। কিন্তু ফাঁদে পা দেন রোহিত। অফ সাইডে তুলে মারতে গিয়ে মিস টাইমিং হয়। বল উঠে যায় ওপরে। কিন্তু কাভারে দাঁড়িয়ে ছিলেন হেড। আকাশে ওঠা বলটি কাভার থেকেই উল্টো দিকে দৌড়ে তা ধরে ফেলেন। বল শূন্যে উঠলেও সেটি মোটেও সহজ কোনো ক্যাচ ছিল না।
ডেইলি মেইল বলছে, হেডের ক্যাচটি বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম সেরা। ৪০ বছর আগে কপিল দেবের সেই ক্যাচ যেভাবে ভারতকে অনুপ্রাণিত করেছিল বিশ্বকাপ জিততে, আজ হেডের ক্যাচ অস্ট্রেলিয়ার জন্য তেমন কিছু এনে দেবে কি না, সেটি অবশ্য সময়ই বলে দেবে।