গতকাল ৭৭ রানের ইনিংস খেলার পথে কোহলি
গতকাল ৭৭ রানের ইনিংস খেলার পথে কোহলি

দুই মাসের ‘সাধারণ মানুষ’ কোহলির পরাবাস্তব অভিজ্ঞতা

বিরাট কোহলি তাহলে কিছুদিনের জন্য ‘সাধারণ মানুষ’ হতে চেয়েছিলেন! ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলেননি। তখনই জানা গিয়েছিল, তিনি জন্মভূমি ভারতে নেই।

এত গুরুত্বপূর্ণ একটা সিরিজে কেন খেলেননি—এ নিয়ে জলঘোলা অনেক হয়েছে। অনেক প্রশ্নের উত্তর অবশ্য মেলে কোহলি দ্বিতীয় সন্তানের বাবা হলে। কোহলি ক্রিকেট থেকে দূরে থাকার এই সময়টাতে শুধু পরিবারকে সময় দিয়েছেন। পরিবারকে নিয়ে এমন এক জায়গায় থেকেছেন, যেখানে কোহলি কোনো তারকা নন, অতি সাধারণ একজন। গতকাল পাঞ্জাবের বিপক্ষে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া কোহলি এ কথা জানিয়েছেন।

গতকাল এবারের আইপিএলে বেঙ্গালুরুর প্রথম জয়ের ম্যাচে কোহলির ব্যাট থেকে এসেছে ৪৯ বলে ৭৭ রান। টি-টোয়েন্টি যা কোহলির ১০০তম অর্ধশতক। এমন কীর্তির দিনে কোহলি নিজের অবসরের সময়টা নিয়ে বলেছেন, ‘আমরা দেশে ছিলাম না। আমরা এমন জায়গায় ছিলাম, যেখানে মানুষ আমাদের চেনে না। পরিবারকে নিয়ে সময় কাটিয়েছি, দুই মাস স্বাভাবিক মানুষের অনুভূতি নেওয়ার জন্য। আমার মতে, পরিবারের জন্য এটা পরাবাস্তব এক অভিজ্ঞতা। অবশ্য দুই বাচ্চার জন্য পরিবারে অনেক কিছু বদলে গেছে। একসঙ্গে থাকার ফলে বড় বাচ্চাটার সঙ্গে দুর্দান্ত সম্পর্ক গড়ে উঠেছে। এই অনুভূতি অবিশ্বাস্য।’

স্ত্রী আনুশকার সঙ্গে কোহলি

‘সাধারণ মানুষ’ হিসেবে ছুটির সময়টা কতটা উপভোগ করেছেন, সেটিও বলেছেন কোহলি, ‘এটা অসাধারণ ছিল। রাস্তায় সাধারণ একটা মানুষ হওয়া, কেউ না চেনা, সাধারণ মানুষ যে জীবন যাপন করে, তেমন একটা জীবন যাপন করা অসাধারণ অভিজ্ঞতা।’

গতকাল ৭৭ রানের ইনিংস খেলার কৌশল সম্পর্কেও বলেছেন কোহলি, ‘টি-টোয়েন্টিতে আমি ওপেন করি, দলকে উড়ন্ত সূচনা দিতে চাই। তবে যদি উইকেট পড়তে থাকে, তাহলে আপনাকে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। সাধারণত এখানে উইকেট যতটা ফ্ল্যাট থাকে, ততটা ছিল না। আড়াআড়ি লাইনে শট খেলা যায়নি।’