ধর্ষণের অভিযোগে সন্দীপ লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নেপালের একটি আদালত। গত মঙ্গলবার লামিচানের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গুয়াশালা পুলিশ সার্কেল কার্যালয়ে একটি মামলা করে ১৭ বছর বয়সী এক কিশোরী। ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই কাঠমান্ডুর ডিস্ট্রিক্ট পুলিশ রেঞ্জের প্রধান ভারত বাহাদুর বোহোরা জানিয়েছিলেন, এ ঘটনাকে তাঁরা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। তদন্তের জন্য সেদিনই হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ।
কাঠমান্ডুর ডিস্ট্রিক্ট পুলিশের মুখপাত্র দিনেশ মাইনালি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘পরবর্তী তদন্তের জন্য সন্দীপ লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন জেলা আদালত।’ নেপাল জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক লামিচানে এ মুহূর্তে দেশে নেই। জ্যামাইকা তালাওয়াসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে এ মুহূর্তে আছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।
নেপালে না থাকায় লামিচানেকে ধরতে ইন্টারপোলের সহযোগিতাও নিতে পারে নেপাল পুলিশ। জাতীয় দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা হওয়ার পর বুধবার সন্ধ্যায় এ বিষয়ে জরুরি বৈঠক করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএন)। যদিও লামিচানেকে নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি তারা।
পুলিশের কাছে দেওয়া অভিযোগে ভুক্তভোগী বলেছে, একজন ভক্ত হিসেবে হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটে লামিচানের সঙ্গে যোগাযোগ হতো তার। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যাওয়ার পর লামিচানে মেয়েটিকে দেখা করতে বলেন। কিন্তু দেখা করতে গিয়ে সন্দীপ লামিচানের কাছে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে ১৭ বছর বয়সী ওই কিশোরী।
কেনিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং সিপিএল খেলতে গত ২২ আগস্ট তিনি নেপাল ছাড়েন। ভুক্তভোগী জানিয়েছে, ধর্ষণের ঘটনাটি ঘটেছে লামিচানে দেশ ছাড়ার ঠিক আগের রাতে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনো লামিচানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।