এশিয়া কাপ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা শেষ হতে চলেছে
এশিয়া কাপ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা শেষ হতে চলেছে

ক্রিকইনফোর খবর

পাকিস্তান ও শ্রীলঙ্কায় হতে যাচ্ছে এশিয়া কাপ

অবশেষে এশিয়া কাপ নিয়ে সুখবর মিলেছে। ভেন্যু জটিলতায় এশিয়া কাপ আদৌ হবে কি না, এমন শঙ্কা কিছুটা হলেও দূর হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’টি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অনুমোদন পেতে পারে। এই তথ্য দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। হাইব্রিড মডেলে পাকিস্তান দ্বিতীয় ভেন্যু হিসেবে প্রস্তাব করেছিল সংযুক্ত আরব আমিরাতকে।

তবে আরব আমিরাত নয়, ক্রিকইনফোর খবর অনুযায়ী, হাইব্রিড মডেলে এসিসি দ্বিতীয় ভেন্যু করবে শ্রীলঙ্কাকে। এশিয়া কাপে ভারত সবগুলো ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়, সেটা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হলেও কিংবা ভারত ফাইনালে উঠলেও।

সেই হিসেবে এশিয়া কাপের আয়োজক হয়েও পাকিস্তানে ম্যাচ হতে পারে ৪ বা ৫টি। পাকিস্তানে হওয়া সবগুলো ম্যাচই হতে পারে লাহোরে। ক্রিকইনফো জানিয়েছে, এই সপ্তাহের শেষ দিকেই চূড়ান্ত ঘোষণা দিতে পারে এসিসি। ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের জন্য ১ থেকে ১৭ সেপ্টেম্বর সময় বরাদ্দ করা আছে।

গত বছর এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে আরব আমিরাতের আবহাওয়ার কারণে সেখানে দলগুলো খেলতে যাওয়া নিয়ে আপত্তি তুলেছিল। এ কারণেই হাইব্রিড মডেলের দ্বিতীয় ভেন্যু নিয়ে নতুন করে ভাবতে হয়েছে এসিসিকে।

এশিয়া কাপের সঙ্গে জড়িয়ে ছিল ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপও। মূলত ভারত যদি এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের ‘হাইব্রিড মডেল’ মেনে না নেয়, তাহলে পাকিস্তানও ওয়ানডে বিশ্বকাপ খেলতে না যাওয়ার একটা হুমকি দিয়ে রেখেছিল পিসিবি। তাই বাবর আজমদের বিশ্বকাপে দেখা যাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল।

এবারের এশিয়া কাপে একই গ্রুপে আছে ভারত-পাকিস্তান। ৫০ ওভারের টুর্নামেন্টটিতে বাছাইপর্ব ছাড়া মোট ম্যাচ হবে ১৩টি। এর মধ্যে ছয়টি লিগ ম্যাচ আর ছয়টি সুপার ফোরের ম্যাচ। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।