খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিন ‘নো বল’, সেটাও ওভার স্টেপিংয়ের কারণে! এরপর ২৩ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচ শেষে দুবাই চলে যাওয়া এবং সেখান থেকে এজেন্টের মাধ্যমে বিপিএলে এবার আর না ফেরার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া—সব মিলিয়ে নেতিবাচক সংবাদের শিরোনামে পরিণত হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।
সংবাদমাধ্যমে এমনও সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে অফ স্পিনার হয়েও ওভার স্টেপিংয়ের কারণে মালিকের ওই তিনটি ‘নো’ বলে স্পট ফিক্সিংয়ের গন্ধ থাকতে পারে। মালিক হয়তো ইচ্ছে করেই এটা করেছেন।
এই গুঞ্জন আর সমালোচনার মধ্যেই আজ এক্স-এ বিষয়টি নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন মালিক। সেখানে তিনি বলেছেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, আমি কড়াভাবেই এসব ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান করছি। যে কোনো তথ্য বিশ্বাস করার আগে এবং সেটি ছড়িয়ে দেওয়ার আগে প্রত্যেকের উচিত তা যাচাই-বাছাই করা। মিথ্যাচার মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং অপ্রয়োজনীয় দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে পারে। সম্প্রতি যেসব গুজব ছড়ানো হয়েছে বিশেষ করে সেগুলোর কারণেই আমি এটার ওপর জোর দিচ্ছি।’
ফরচুন বরিশালে নিজের ভূমিকা প্রসঙ্গে মালিক বলেছেন, ‘ফরচুন বরিশালে আমার ভূমিকা নিয়ে সম্প্রতি যে গুজব ছড়ানো হয়েছে, সেগুলো আমি প্রত্যাখ্যান করছি। আমাদের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা মিলিতভাবেই সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি।’
দুবাই যাওয়াটা পূর্বনির্ধারিত ছিল বলেই টুইটে জানিয়েছেন মালিক। সঙ্গে বলেছেন, ‘সামনের ম্যাচগুলোর জন্য ফরচুন বরিশালকে আমার শুভকামনা। যদি তাদের প্রয়োজন হয়, আমি তাদের সহায়তা করার জন্য প্রস্তুত আছি। খেলায় আমি সব সময়ই আনন্দ খুঁজে পাই এবং সামনেও তাই খুঁজে যাব।’
বিভিন্ন সংবাদমাধ্যমে এমনও বলা হচ্ছে যে, মালিক পরে আবার বিপিএলে ফিরতে চাইলেও ফরচুন বরিশালই তাঁকে আর আনতে আগ্রহী নয়। তবে এক্স-এ মালিক এ নিয়ে কিছু বলেননি। সঠিক তথ্যের জন্য সবাইকে বিশ্বাসযোগ্য সূত্রের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।