তামিম ইকবাল কাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রশ্ন উঠেছিল চলতি আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন কে? লিটন দাস এই সিরিজে সহ-অধিনায়ক থাকায় স্বাভাবিকভাবেই দৃষ্টিটা তাঁর ওপর ছিল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিজ্ঞপ্তিতে লিটন দাসকে সিরিজের বাকি দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব দেওয়ার খবর জানিয়েছে। অর্থাৎ, আফগানিস্তানের বিপক্ষে এই ওয়ানডে সিরিজে শেষ দুই ম্যাচে লিটন অধিনায়কত্ব করবেন বাংলাদেশ দলের।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাকি ম্যাচগুলোতে অধিনায়কত্ব করবেন লিটন দাস।’ পরশু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ডি/এল নিয়মে ১৭ রানে হারে বাংলাদেশ। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ। মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। তামিম অবসর নেওয়ার পর অধিনায়ক হিসেবে বাংলাদেশ দলকে নিয়ে এই সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিতে হবে লিটনকে।
গতকাল চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তামিম বিদায় জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেটকে। সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে তামিম বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেক দিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’