লিটন দাস
লিটন দাস

আজ রাতেই লাহোর যাবেন লিটন

আফগানিস্তানকে গতকাল ৮৯ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। দারুণ এই জয়ের পর আরও একটা সুসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। জ্বর থেকে সেরে ওঠার পর দলের সঙ্গে যোগ দিতে আজ রাতেই লাহোর যাবেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস।

আজ রাত সাড়ে নয়টায় ঢাকা থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে লিটনের পাকিস্তান যাওয়ার কথা। তার মানে, এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচগুলোতে লিটনের খেলার সম্ভাবনা থাকছে। বিসিবির একটি সূত্র বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে।

জ্বরের কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলা হয়নি লিটনের। তবে তিনি সুস্থ হলে আবার দলে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে বাংলাদেশ

যদিও গত ৩০ আগস্ট বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লিটন পুরো এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন। তাঁর বদলি হিসেবে দলে নেওয়া হয় এনামুল হককে, যিনি এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। প্রধান নির্বাচক অবশ্য প্রথম আলোকে আজ বলেছেন, ‘হয়তো কোথাও ভুল-বোঝাবুঝি হয়েছে। লিটন পুরো এশিয়া কাপ থেকে ছিটকে যায়নি। আমরা দু-এক দিনের মধ্যে লিটনের অবস্থা বুঝে বিষয়টি সবাইকে জানিয়ে দেব।’

বিসিবির সূত্র জানিয়েছে, এখন লিটনকে স্কোয়াডে ঢোকাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অনুমতি প্রয়োজন। তাঁকে ছাড়াই দলে এখন আছেন ১৭ জন। লিটনকে স্কোয়াডে ঢোকাতে গেলে কাউকে বাদ দিতে হবে নাকি তিনি ১৮তম খেলোয়াড় হিসেবে যোগ দিতে পারবেন, সেটা নিয়েই এসিসির মতামত চাইছে বিসিবি। এ জন্যই লিটনের ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত দিচ্ছে না বিসিবি।

অসুস্থতার কারণে দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে যেতে পারেননি লিটন

এখন লিটনকে ১৭ জনের দলে ঢোকাতে হলে একজনকে বাদ দিতে হবে; কিন্তু কোন প্রক্রিয়ায় এবং কাকে বাদ দেওয়া হবে, সে ব্যাপারে এসিসির সঙ্গে এখনো কোনো সমঝোতা হয়নি। এসিসির মতামতের অপেক্ষায় বিসিবি।

সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৬ সেপ্টেম্বর, প্রতিপক্ষ পাকিস্তান। ৯ ও ১৫ সেপ্টেম্বর হবে সুপার ফোরে বাংলাদেশের বাকি দুই ম্যাচ।