৪ ম্যাচের আইপিএল ক্যারিয়ার। এর মধ্যেই মুদ্রার দুই পিঠই দেখে ফেলেছেন অর্জুন টেন্ডুলকার। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শেষ ওভারে দারুণ বল করে যেমন প্রশংসায় ভেসেছেন, তেমনি পরের ম্যাচে এক ওভারে ৩১ রান দিয়ে কম সমালোচনার শিকার হননি।
নামের শেষাংশে ‘টেন্ডুলকার’ থাকায় তাঁকে নিয়ে চর্চাটা স্বাভাবিকভাবেই একটু বেশি। অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি অবশ্য সমালোচকদের এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
আইপিএলে অর্জুনের অভিষেক হয় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচে উইকেটশূন্য থাকা এই বাঁহাতি পেসার দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে পাওয়ার প্লে ও ডেথ ওভারে ভালো বোলিং করেন।
এরপরের ম্যাচেই মূলত কঠিন সময় আসে অর্জুনের। ওয়াংখেড়েতে পাঞ্জাব কিংসের বিপক্ষে স্যাম কারেন ও হারপ্রীত সিংয়ের ঝড়ের তোপে পড়েন তিনি। দেন এক ওভারে ৩১ রান। সব মিলিয়ে ৩ ওভারের স্পেলে খরচ করেন ৪৮ রান।
তবে পরের ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে আবারও দারুণ বোলিং করেছেন অর্জুন। নতুন বলে ২ ওভার বল করে ৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।
এরপরও অর্জুনের বোলিংয়ে গতি কম হওয়ায় অনেকেই তাঁর সমালোচনা করছেন। সাবেক গতিতারকা ব্রেট লি অবশ্য অর্জুনের গতিতে কোনো সমস্যা দেখছেন না, ‘এমন অনেক মানুষ পাবে, যারা তোমার সবকিছু নিয়ে সমালোচনা করবে। সন্দীপ শর্মা ১২০ কিলোমিটার গতিতে বল করে যাচ্ছে। অর্জুন এর চেয়ে বেশি গতিতে বল করছে। অর্জুনের দারুণ কিছু স্কিল আছে। আমি ওর বলের গতি নিয়ে কোনো সমস্যা দেখি না। জানি, ও কতটা জোরে বল করতে পারে।’
অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি পেসার অর্জুনের সমালোচকদের একরকম ধুয়ে দিয়েছেন। সেই সঙ্গে শচীনপুত্রকে সমালোচনায় কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন, ‘ওর বয়স সবে ২৩ বছর, পুরো ক্যারিয়ার ওর সামনে পড়ে আছে। আমার উপদেশ হচ্ছে, এসব সমালোচকের কথায় কান দিয়ো না। মনে রেখো, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা সমালোচনা করছে, তারা কেউ জীবনে একটা বলও করেনি। তারা কিবোর্ড যোদ্ধা।’