বৃষ্টির আশঙ্কা ছিল। ম্যাচ কোনোভাবে পরিত্যক্ত হয়ে গেলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতই ফাইনালে উঠে যেত, কিন্তু বৃষ্টি নামেনি। ম্যাচ হয়েছে এবং ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। হাংজু এশিয়ান গেমসে আজ বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়া নারী ক্রিকেটের প্রথম সেমিফাইনালটা হয়েছে একতরফা।
টি–টোয়েন্টি সংস্করণের এই সেমিফাইনালে বাংলাদেশকে মাত্র ৫১ রানে অলআউট করে ভারত ম্যাচ জিতে নিয়েছে ৮ উইকেটে। লক্ষ্যে পৌঁছাতে তাদের খেলতে হয়েছে ৮.২ ওভার।
ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল শুরু থেকেই চরম বিপর্যয়ের মধ্যে পড়ে। গোটা ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন ৫ ব্যাটার। দুই ওপেনার সাথি রানি ও শামীমা সুলতানা কোনো রান না করে ফিরে গেছেন প্রথম ওভারেই। দুজনকেই ফিরিয়েছেন ভারতীয় বোলার পূজা বস্ত্রকর।
তিন নম্বরে নামা সোবহানা মুশতারি ১৬ বল খেলে একটি চারে করেছেন ৮ রান। চার নম্বরে অধিনায়ক নিগার সুলতানা চেষ্টা করেছে প্রতিরোধ গড়ার। তবে ১৭টি বলে ইনিংস সর্বোচ্চ ১২ রান করে ফিরে গেছেন অধিনায়কও। বাংলাদেশের ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শুধু নিগারই। অন্যদের রান যেন টেলিফোন ডিজিট। বাংলাদেশের ৫১ রানে অতিরিক্ত থেকেও এসেছে ৮ রান। ভারতীয় বোলারদের তোপে ১৭.৫ ওভারে অলআউট হয় বাংলাদেশ। ভারতের বোলারদের মধ্যে পূজা নিয়েছেন ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট।
সহজ লক্ষ্য তাড়া করতে নামা ভারতীয় ব্যাটারদের ওপর বাংলাদেশের বোলাররা কোনো চাপ তৈরি করতে পারেননি। ভারতের প্রথম উইকেট পড়েছে ১৯ রানে। অধিনায়ক ও উদ্বোধনী ব্যাটার স্মৃতি মান্ধানা করেছেন ৮ রান। দ্বিতীয় উইকেট পড়েছে ৪০ রানে। ১৭ রান করে আউট হয়েছেন শেফালি বর্মা। জয়ের বাকি কাজ সেরেছেন জেমিমা রদ্রিগেজ ও কনিকা আহুজা।
২০১০ ও ২০১৮ এশিয়ান গেমসে রুপা জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতবার গেমসে ক্রিকেট ছিল না। এবার বাংলাদেশের আশা ছিল ফাইনালে খেলার। অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন, ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তাঁর দল। কিন্তু সেমিফাইনালে তাঁর দল এভাবে ভারতের কাছে উড়ে যাবে, হয়তো ভাবতে পারেননি।
বাংলাদেশের অবশ্য পদকের সম্ভাবনা এখনো আছে। আজই দুপুর ১২টায় শুরু হওয়া পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় সেমিফাইনালে হেরে যাওয়া দলের সঙ্গে আগামীকাল ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন নিগাররা।