সেঞ্চুরির পর কুশল মেন্ডিস
সেঞ্চুরির পর কুশল মেন্ডিস

মেন্ডিসের রেকর্ড গড়া সেঞ্চুরিতে পাকিস্তানের ওপর লঙ্কান–ঝড়

শ্রীলঙ্কা : ৫০ ওভারে ৩৪৪/৯

কী অদ্ভুত মিল! গত শনিবার বাংলাদেশ তাদের বিশ্বকাপ শুরু করেছে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে। এর আগের দিন পাকিস্তান এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে এবং দুই দলের ওপর দিয়েই বয়ে গেছে ঝড়। ধর্মশালায় বাংলাদেশের ওপর দিয়ে ঝড় বইয়েছে ইংল্যান্ড। হায়দরাবাদে পাকিস্তান পড়েছে লঙ্কান-ঝড়ের মুখে!

পাকিস্তানের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়েছেন মূলত শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন মেন্ডিস, সেঞ্চুরি পেয়েছেন সামারাবিক্রমাও। জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান তুলেছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ব্যাটিং করতে নামেনি।

সেঞ্চুরি পেয়েছেন সামরাবিক্রমাও

টসে জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা অবশ্য ভালো ছিল না। হাসান আলী তাঁর প্রথম ওভারেই আঘাত হানেন। ইনিংসের দ্বিতীয় ওভারে কোনো রান না করেই ফিরে যান লংকান ওপেনার কুশল পেরেরা। শ্রীলঙ্কার রান তখন মাত্র ৫। এরপর উইকেটে আসেন কুশল মেন্ডিস।

উইকেটে আসার পর মুখোমুখি হওয়া প্রথম ৫ বলে কোনো রান পাননি মেন্ডিস। ষষ্ঠ বলে শাহিন আফ্রিদিকে চার মেরে রানের খাতা খোলেন। এরপর আর পেছন ফিরে তাকাননি। আফ্রিদি, হাসান আলী বা হারিস রউফ—কাউকেই বিশেষ পাত্তা দেননি মেন্ডিস। হাসান আলীর বলে ইমাম-উল হকের অসাধারণ এক ক্যাচে আউট হওয়ার আগে করেছেন ১২২ রান। ৭৭ বলের ইনিংসে মেরেছেন ১৪টি চার ও ৬টি ছয়।

আউট হওয়ার আগে দুটি শতরানের জুটি গড়েছেন মেন্ডিস। দ্বিতীয় উইকেট জুটিতে পাতুম নিশাঙ্কাকে নিয়ে ৯৫ বলে তুলেছেন ১০২ রান। এ জুটিতে তাঁর অবদান ৪০ বলে ৫০। তৃতীয় উইকেট জুটিতে সামারাবিক্রমাকে নিয়ে তুলেছেন ৬৯ বলে ১১১ রান। মেন্ডিস ছিলেন আরও আক্রমণাত্মক। এই জুটিতে তাঁর অবদান ৩৭ বলে ৭২ রান।

৭১ রানে ৪ উইকেট নিয়েছেন হাসান আলী

মেন্ডিস অবশ্য আউট হতে পারতেন ব্যক্তিগত ১৮ রানেই। শাহিন আফ্রিদির করা ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে তাঁর সহজ ক্যাচ ছেড়েছেন ইমামই। সেই সময় শ্রীলঙ্কার রান ছিল ১ উইকেটে ৩৫। ‘জীবন’ পেয়ে তার পূর্ণ সদ্ব্যবহার করেছেন মেন্ডিস। আউট হওয়ার আগে সেঞ্চুরি করেছেন ৬৫ বলে, যেটা বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্রুততম। এর আগে বিশ্বকাপে লঙ্কানদের দ্রুততম সেঞ্চুরিটি ছিল কুমার সাঙ্গাকারার। ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছিলেন ৭০ বলে।

শ্রীলঙ্কার আরেক সেঞ্চুরিয়ান সামারাবিক্রমা অবশ্য অতটা আক্রমণাত্মক ছিলেন না। সামারাবিক্রমা তাঁর ৮৯ বলে ১০৮ রানের ইনিংসটি সাজিয়েছেন ১১ চার ও ২ ছয়ে। তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি ৮২ বলে। এ ছাড়া ওপেনার পাতুম নিশাঙ্কা ৬১ বলে করেছেন ৫১ রান।

পাকিস্তানের পক্ষে ৭১ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হাসান আলী। হারিস রউফ ২টি ও একটি করে উইকেট নেন আফ্রিদি, মোহাম্মদ নেওয়াজ ও শাদাব খান।