তবে কি ওয়ানডে বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে বসেছেন কেইন উইলিয়ামসন? সেই সম্ভাবনাই এখন বেশি। আইপিএলে গুজরাটের প্রথম ম্যাচে পাওয়া চোটকে গুরুতরই মনে হচ্ছিল। গত মঙ্গলবার করা স্ক্যানের পর সেই আশঙ্কাই সত্যি হয়েছে। হাঁটুর চোট সারাতে এই ব্যাটসম্যানের যেতে হবে ছুরি-কাঁচির নিচে।
অস্ত্রোপচার করার পর উইলিয়ামসনকে মাঠের বাইরে থাকতে হবে কমপক্ষে ছয় মাস। ভারতের মাটিতে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সে কারণে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম।
এই সময়ের আগে মাঠে ফিরতে হলে তাঁকে এখন লড়াতে হবে সময়ের সঙ্গে। আর মাঠে ফিরতে পারলেও এত দিনের পুনর্বাসন শেষ করে নিজের সেরাটা দেওয়াটাও তো সহজ কাজ নয়।
মৌসুম ও নিজেদের প্রথম ম্যাচে গত শুক্রবার চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে রুতুরাজের ছক্কা বাঁচাতে গিয়ে চোটে পড়েন উইলিয়ামসন। মাটিতে পড়ার সময় হাঁটুতে চোট পান তিনি। সেই চোটে ছিটকে যান আইপিএল থেকে।
চোটে পড়ার পর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও তাঁর আইপিএলের দল গুজরাট টাইটানস তাঁর পাশে থাকায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উইলিয়ামসন।
২০১৯ বিশ্বকাপের সেরা ক্রিকেটার এই কিউই আগামী ওয়ানডে বিশ্বকাপেও খেলার সর্বোচ্চ চেষ্টা করবেন বলেই জানিয়েছেন, ‘গত কয়েক দিনে গুজরাট টাইটানস ও নিউজিল্যান্ড ক্রিকেট আমার পাশে ছিল, তাদের ধন্যবাদ জানাতে চাই।স্বাভাবিকভাবেই চোটের কারণে আমি হতাশ, কিন্তু আমার সব মনোযোগ এখন অস্ত্রোপচার শেষে পুনর্বাসনের দিকে। সেরে উঠতে অনেকটা সময় লাগবে, কিন্তু মাঠে ফেরার জন্য যা দরকার, সবটাই আমি করব।’
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার হবে উইলিয়ামসনের।