পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট
পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট

সমালোচনার মুখে সালমান বাটকে সরিয়ে দিল পিসিবি

সমালোচনার মুখে নিয়োগের এক দিন পরই সালমান বাটকে প্রধান নির্বাচকের পরামর্শকের পদ থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ এক সংবাদ সম্মেলনে বাটের নাম সরিয়ে নেওয়ার কথা জানান।

এর আগে শুক্রবার বাট, কামরান আকমল ও রাও ইফতিখার আনজুমকে ‘অনতিবিলম্বে’ প্রধান নির্বাচকের পরামর্শক হিসেবে নিয়োগ দেয় পিসিবি। পাকিস্তানের দল নির্বাচনে এ তিনজন ওয়াহাবকে পরামর্শ দেবেন বলে দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়।

ঘোষণার পরপরই পরামর্শক প্যানেলটি নিয়ে পাকিস্তানের ক্রিকেট মহলে সমালোচনা শুরু হয়। এর মধ্যে একটি ছিল তিনজনই পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের, যেটি দেশটির ক্রিকেটে অনেক আগে থেকেই প্রভাবশালীর ভূমিকায় আছে। এমনকি ওয়াহাব নিজেও পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী। স্বজনপ্রীতি থেকে পরামর্শক প্যানেলে তিন পাঞ্জাব অঞ্চলের সাবেক ক্রিকেটার নেওয়া হয়েছে বলে সমালোচনা ওঠে।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বিশ্লেষক হিসেবে কাজ করেন সালমান বাট

তবে সবচেয়ে বেশি বিতর্ক ওঠে বাটের নিয়োগ নিয়ে। ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়ার পর এবারই প্রথম পিসিবিতে কোনো পদ পেয়েছেন তিনি। নিষেধাজ্ঞা থেকে ফিরে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট এবং পিএসএলে খেলার পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমে ক্রিকেট বিশ্লেষকের কাজ করেছেন বাট।

তবে ইএসপিএনক্রিকইনফো জেনেছে, বাটকে নির্বাচকের পরামর্শক পদে নিয়োগ দেওয়ার ব্যাপারে পিসিবির ভেতর থেকেই আপত্তি ছিল। অন্তত একজন এ ব্যাপারে নিজের আপত্তি জানিয়ে পদত্যাগের হুমকিও দিয়েছেন। চারদিকে প্রবল সমালোচনার প্রেক্ষিতে দ্রুতই শনিবার সংবাদ সম্মেলন ডাকেন প্রধান নির্বাচক ওয়াহাব।

লাহোরে সংবাদ সম্মেলন করেন ওয়াহাব রিয়াজ

সংবাদ সম্মেলনে বাটকে নির্বাচক প্যানেলে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সালমান বাটকে নিয়োগ দেওয়া নিয়ে আমার সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে আমি বন্ধুত্বকে প্রাধান্য দিয়েছি। এটা আমি হতে দিতে পারি না। যে কারণে আমি বাটকে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করছি।’

ওয়াহাব জানিয়েছেন, ৩৭ বছর বয়সী ক্রিকেটার আসাদ শফিককে সাময়িকভাবে নির্বাচক প্যানেলে যুক্ত করা হবে।