বাংলাদেশের সঙ্গে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইমড আউট হয়ে একটা ঝড়ই তুলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। আম্পায়ারের কাছে ম্যাথুসের টাইমড আউটের আবেদন করে আলোচনায় আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও। সেটির ঝাপটা গিয়ে লেগেছে পুনেতে ইংল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচেও। আজ ব্যাটিংয়ে নামার সময় এ নিয়ে একটু ‘মজা’ও করেছেন ইংল্যান্ড অলরাউন্ডার ক্রিস ওকস।
টসে জিতে আগে ব্যাটিং করা ইংল্যান্ডের ইনিংসের ৩৬তম ওভারে মঈন আলী আউট হয়ে যাওয়ার পর নামেন ওকস। তবে নামার পর বেন স্টোকসের সঙ্গে এসে যোগ দেওয়ার পরই হেলমেটে কোনো সমস্যা বোধ করেন। দেখে মনে হয়েছে, স্টোকসের পরামর্শেই এরপর আম্পায়ারের শরণাপন্ন হন ওকস।
সাধারণত আম্পায়ারের কাছে কাঁচি বা চিমটা ধরনের যন্ত্র থাকে, এ ম্যাচে অন ফিল্ড আম্পায়ার আহসান রাজা তেমন কিছু দিয়ে ওকসের হেলমেটের সমস্যার সমাধান করছেন, সেটিও বোঝা যায়। তবে ওকসের মুখের হাসিই বলে দেয়, সাম্প্রতিক ঘটনা মাথায় ছিল তাঁর। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে এসে হেলমেটের ফিতা ছিঁড়ে যাওয়ার পর নতুন হেলমেট ডেকে পাঠিয়েছিলেন ম্যাথুস, এর মধ্যেই সাকিবের আবেদনের পর আম্পায়ার তাঁকে টাইমড আউট দেন।
আজ ওকস যখন নামেন, ১৯২ রানে ৬ উইকেট হারিয়ে একটু নড়বড়ে অবস্থানেই ছিল ইংল্যান্ড। কিন্তু স্টোকসের সঙ্গে তাঁর সপ্তম উইকেটে ৮১ বলে ১২৯ রানের জুটিতে বড় একটা লাফই দেয় ইংল্যান্ড। স্টোকস পান বিশ্বকাপে তাঁর প্রথম শতক, ওকস খেলেন ৪৫ বলে ৫১ রানের ইনিংস। ইংল্যান্ড ৫০ ওভারে তোলে ৯ উইকেটে ৩৩৯ রান।
সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে পড়া বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এখন মূলত খেলছে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেতে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে পয়েন্ট তালিকায় সবার শেষে আছে দলটি, প্রথম ৭ ম্যাচের ৬টিতেই হেরেছে তারা। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেতে শীর্ষ আটের মধ্যে থেকে শেষ করতে হবে বিশ্বকাপ।
১১ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে ইংল্যান্ডের বিশ্বকাপ। নেদারল্যান্ডসকে হারালেও শীর্ষ আট নিশ্চিত হবে না তাদের, অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।