ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। চোটের কারণে দলে নেই মোহাম্মদ শামি। দলে ফিরেছেন স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। সঙ্গে স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা তো আছেনই।
উত্তর প্রদেশের ক্রিকেটার ধ্রুব জুরেল প্রথমবারের ভারতীয় দলে ডাক পেয়েছেন। শামির অবর্তমানে পেস আক্রমণ সামলানোর দায়িত্ব সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আবেশ খানের ওপর। সম্প্রতি চোটে পড়া পেসার প্রসিধ কৃষ্ণা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে নেই। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেই টেস্টে অভিষেক হয়েছিল তাঁর।
কয়েক দিন আগে ভারতের একটি সংবাদমাধ্যমে শামি ইংল্যান্ড সিরিজ দিয়েই ফেরার আশা করেছিলেন। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে বাইরে থাকা শামি বলেছিলেন, ‘আমার পুনর্বাসনপ্রক্রিয়া ঠিক পথে আছে, বিশেষজ্ঞ দল ও জাতীয় ক্রিকেট একাডেমি আমার উন্নতিতে খুশি। একটু অসাড়তা আছে, তবে সেটি নিয়ে চিন্তার কিছু নেই। অনুশীলন সেশন শুরু করেছি। আমার বিশ্বাস, ইংল্যান্ড সিরিজে ফিরতে পারব। ফেরার জন্য এই সিরিজকেই লক্ষ্য বানিয়েছি। আশা করছি, ইংল্যান্ড সিরিজে আমাকে দেখতে পাবেন।’ শামির অবশ্য সেই সুযোগ এখনো আছে। সিরিজের বাকি তিন টেস্টের দল ঘোষণা তো এখনো বাকি।
জুরেল উইকেটকিপার–ব্যাটসম্যান। তিনি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৫টি। ১৯ ইনিংসে ৪৬.৪৭ গড়ে রান করেছেন ৭৯০। শতক ১ টি, অর্ধশতক ৫টি। একই ভূমিকায় দলে আছেন লোকেশ রাহুল এবং কে এস ভারত। অর্থাৎ ১৬ সদস্যের এই দলে ভারতের নির্বাচকেরা তিনজন উইকেটকিপার ব্যাটসম্যান রেখেছেন। সিরিজের প্রথম ম্যাচ হায়দরাবাদে ২৫ জানুয়ারি। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
ভারত টেস্ট দল
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, যশস্বী জয়োসোয়াল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, কে এস ভারত, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, যশপ্রীত বুমরা ও আবেশ খান।