আইপিএল খেলতে আগামীকাল ভারত যাবেন লিটন দাস। সন্ধ্যা ৭টার বিমানে তাঁর কলকাতা যাওয়ার কথা। আইপিএলে প্রথমবার দল পাওয়া লিটনকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠ ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতার আগামী ১৪ এপ্রিলের ম্যাচের জন্য লিটনকে বিবেচনায় রাখা হবে।
এর আগে আইপিএল খেলতে ভারতে গেছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের মোস্তাফিজের অবশ্য এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি।
সাকিব আল হাসানেরও এবারের আইপিএল খেলার কথা ছিল। কলকাতার সঙ্গে চুক্তি ছিল তাঁর। কিন্তু জাতীয় দলের ব্যস্ততা থাকায় সাকিবকে ছেড়ে দিতে চেয়েছে তাঁর দল কলকাতা। সাকিবও তাতে রাজি হওয়ায় বদলি হিসেবে জেসন রয়কে দলে ভিড়িয়েছে দুবারের আইপিএল চ্যাম্পিয়ন দলটি।
প্রথমবার আইপিএল–অভিজ্ঞতা নিতে চললেও কলকাতার হয়ে মাঠে নামতে হয়তো অপেক্ষা করতে হবে লিটনকে। আয়ারল্যান্ড সিরিজের কারণে ভারতে যেতে দেরি হওয়ায় কলকাতা প্রথম দুই ম্যাচে ওপেনার হিসেবে খেলিয়েছে রহমানউল্লাহ গুরবাজকে। মারকুটে গুবরাজ আগের ম্যাচেই ফিফটি করে একাদশে জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন। তা ছাড়া লিটনের মতো তিনিও উইকেটরক্ষক–ব্যাটসম্যান। ওদিকে ইংল্যান্ডের জেসন রয়ও ওপেনার। আবার ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে ভারতীয় খেলোয়াড়েই আস্থা তাদের। প্রথম ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছেন ভেঙ্কটেশ আইয়ার, পরের ম্যাচে তরুণ লেগ স্পিনার সুয়াশ শর্মা। সব মিলিয়ে কলকাতার একাদশে জায়গা করে নিতে হলে লিটনকে বেশ কাঠখড় পোড়াতে হতে পারে।
আইপিএল খেলতে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া আছে আগামী ৪ মে পর্যন্ত। এর মধ্যেই লিটন ও মোস্তাফিজকে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে। সে সময় বাংলাদেশ দলের ইংল্যান্ডে থাকার কথা। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলবে বাংলাদেশ।