ফটো ফিচার

দালাই লামার সান্নিধ্যে উইলিয়ামসন

বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা ম্যাচে বর্ণিল গ্যালারি। দালাই লামার সান্নিধ্যে উইলিয়ামসন। দিনেশ কার্তিক–শন পোলকদের সঙ্গে আতহার আলী খান। যশপ্রীত বুমরা-লোকেশ রাহুলদের হাসিমুখ। বিশ্বকাপে খেলার তারকাদের নির্বাচিত ছবি—
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসানদের পারফরম্যান্স মলিন হলেও গ্যালারি ছিল এমনই বর্ণিল
ছবি: এএফপি
বিশ্বকাপে খেলা দেখা এবং ম্যাচ বিশ্লেষণ করে ব্যস্ত সময় কাটছে সাবেক ক্রিকেটারদের। তবে ব্যস্ততার ফাঁকে বিরাম পেয়ে একটু একাকী সময় কাটালেন অনিল কুম্বলে
 ছবি: ইনস্টাগ্রাম
পানি পানের বিরতিতে এভাবেই চেয়ারে বসে ক্লান্তি কাটালেন দুই প্রোটিয়া ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন ও কুইন্টন ডি কক
ধারাভাষ্যের কক্ষে দিনেশ কার্তিক, শন পোলক ও নাসের হুসেইনের সঙ্গে আতহার আলী খান
দল যে দারুণ ছন্দে আছে, সেটা যশপ্রীত বুমরা–লোকেশ রাহুলদের হাসিমুখই জানিয়ে দিচ্ছে
ক্রিকেট থেকে একটু ছুটি নিয়ে ধর্মশালায় দালাই লামার সান্নিধ্য নিতে ছুটে গেছেন কেন উইলিয়ামসনরা