সিলেট স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশের জাহানারা ও ফারিহা
সিলেট স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশের জাহানারা ও ফারিহা

এশিয়া কাপের সেমিফাইনাল খেলতে যা করতে হবে বাংলাদেশের মেয়েদের

টানা দুটি হার দিয়ে শুরু হয়েছিল থাইল্যান্ড নারী দলের এশিয়া কাপ–যাত্রা। এরপরের তিন ম্যাচ জিতে থাই মেয়েরা এখন নারী এশিয়া কাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মালয়েশিয়াকে ৫০ রানে হারিয়ে নারী এশিয়া কাপের পয়েন্ট তালিকায় চারে উঠে এসেছে থাই মেয়েরা। ৫ ম্যাচে ৬ পয়েন্ট থাইল্যান্ডের। শেষ ম্যাচে থাইল্যান্ডের প্রতিপক্ষ ভারত।

সিলেট স্টেডিয়ামে আজ বাংলাদেশের অনুশীলন

দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৭১ রানে হেরেছে সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা। আপাতত ৫টি করে ম্যাচ শেষে ভারত ও পাকিস্তান দুই দলেরই পয়েন্ট ৮ করে। তবে রানরেটে এগিয়ে থাকায় ভারত এক নম্বরে, দুইয়ে পাকিস্তান। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা তিন নম্বরে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পয়েন্ট তালিকার পাঁচে। শেষ দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

থাইল্যান্ডের টানা তিন জয় বাংলাদেশের সেমিফাইনাল খেলার সমীকরণটা কঠিন করে দিয়েছে। আপাতত বাংলাদেশ তাই তাকিয়ে আছে আগামীকাল সকালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটির দিকে। আজ সিলেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসা বাংলাদেশ দলের অলরাউন্ডার লতা মণ্ডল বলেছেন, ‘আমাদের আগের ম্যাচটা খারাপ গেছে। পরের ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে, ওটাই লক্ষ্য। সেটা জিতলেই যে (সেমিফাইনাল) নিশ্চিত হয়ে যাবে, এমন না। এখনো দুটি ম্যাচ আছে। আমরা ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে চেষ্টা করব সেরা ক্রিকেট খেলতে।’

সিলেট স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশের নাহিদা ও মুর্শিদা

শ্রীলঙ্কার কাছে হারলে আবার বাংলাদেশকে চেয়ে থাকতে হবে ভারত-থাইল্যান্ডের ম্যাচের দিকে। যেখানে ভারতের জয়ের আশা করতে হবে নিগারদের। এরপর নিজেদের শেষ ম্যাচে হারাতে হবে আমিরাতকে। সহজ প্রতিপক্ষ হলেও বাংলাদেশের আমিরাতকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে থাই মেয়েদের ঐতিহাসিক জয় চোখ খুলে দিয়েছে বাংলাদেশের মেয়েদের। লতাও বলেছেন, ‘এখানে কোনো দলই ছোট না। সবাই ভালো দল। দেখেছেন তো, পাকিস্তানের বিপক্ষে থাইল্যান্ড জিতে গেছে। টি-টোয়েন্টিতে সবাই সেরা, কোনো দল খারাপ না।’

লতা মণ্ডল

থাইল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে হারে, বাংলাদেশ যদি শ্রীলঙ্কার কাছে হেরে আমিরাতের সঙ্গে জয় পায়, তাহলে ৬টি করে ম্যাচ শেষে থাইল্যান্ড ও বাংলাদেশের পয়েন্ট সমান হবে। এরপর আসবে রানরেটের হিসাব। এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য স্বস্তি, আপাতত রানরেটে থাইল্যান্ডের চেয়ে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের রানরেট ০.৫০৬, থাইল্যান্ডের -০.৩০৮।

সেমিফাইনাল নিশ্চিত করতে যা করতে হবে বাংলাদেশকে

১. শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাকি দুটি ম্যাচেই জিততে হবে, তারপর তাকিয়ে থাকতে হবে রানরেটের দিকে।
২. যেকোনো একটি ম্যাচ জিতলে আশা করতে হবে ওদিকে থাইল্যান্ড যেন ভারতের কাছে হারে। তারপর তাকিয়ে থাকতে হবে রানরেটের দিকে।