এক বছর পর টেস্টে ফিরেছেন সাকিব আল হাসা
এক বছর পর টেস্টে ফিরেছেন সাকিব আল হাসা

প্রত্যাশার চেয়েও বেশি দিয়েছেন সাকিব

চট্টগ্রাম টেস্ট দিয়ে লম্বা সময় পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। এই টেস্টের আগে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে গত আগস্টে টেস্ট খেলেছিলেন সাকিব। সে টেস্টে তিনি ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। এবার চট্টগ্রাম টেস্ট দিয়ে নাজমুল হোসেনের অধিনায়কত্বে খেলার অভিজ্ঞতা হলো সাকিবের।

তা প্রায় এক বছর পর টেস্ট দলে ফেরা সাকিবের পারফরম্যান্স কেমন ছিল? প্রথম ইনিংসে ৩৭ ওভার বল করে ৩ উইকেট নেওয়া সাকিবই ছিলেন দলের সেরা বোলার। প্রথম ইনিংসে ব্যাট হাতে অবশ্য বেশি কিছু করতে পারেননি। ২৩ বল খেলে ১৫ রান করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১০ ওভার হাত ঘুরিয়ে সাকিবের শিকার ১ উইকেট, ব্যাটিংয়ে ৫৩ বলে ৩৬ রানে থেমেছেন।

চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫১ রান করেছেন সাকিব

সব মিলিয়ে সাকিবের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট অধিনায়ক নাজমুল। আজ চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে নাজমুল বলেন, ‘উনি অনেক দিন পর খেললেন, আমার মনে হয়নি ৩৭ বছর বয়সী একজন খেলছেন, প্রায় এক বছর পর টেস্ট খেলছেন। ৩৭ ওভার বল করেছে প্রথম ইনিংসে। ৩ উইকেটও নিলেন। ব্যাটিংটা যেভাবে করেছেন দ্বিতীয় ইনিংসে, যতটুকু আশা করেছিলাম, তার থেকে বেশি পেয়েছি তাঁর কাছ থেকে। সত্যি কথা হলো, টেস্ট ক্রিকেটে এমন অভিজ্ঞ খেলোয়াড় থাকলে অনেক সুবিধা হয়। মাঠে বিভিন্ন ধরনের ফিডব্যাকও দিয়েছেন।’

বিসিবি বলছে, এখন থেকে সাকিবকে নিয়মিতই টেস্ট ক্রিকেটে দেখা যাবে। এ বছর বাংলাদেশ দল আরও ৮টি টেস্ট খেলবে। সব টেস্ট সাকিব খেলবেন তো? সাকিবের টেস্ট ভবিষ্যৎ নিয়ে অবশ্য নাজমুলকে খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত মনে হলো না, ‘আমি অনেক আগে থেকেই জানতাম উনি দ্বিতীয় টেস্টটা খেলবেন। প্রস্তুতির দিক থেকে ঠিক ছিল। হ্যাঁ, আগে থেকে জানতে পারলে অবশ্যই ভালো। আমি আশা করব যে আগে থেকে জানতে পারব। কারণ, সব সময় ওনার পরিকল্পনাটা পরিষ্কারই থাকে। তিনি পরিকল্পনাটা আমাদের দিয়ে দেন।’