ম্যাচসেরা তাওহিদ হৃদয়
ম্যাচসেরা তাওহিদ হৃদয়

বিসিএল

অমিতের শতক, ১৬৫ রান করে ম্যাচসেরা হৃদয়

পূর্বাঞ্চল এগিয়ে ছিল ১২১ রানে, অমিত হাসান অপরাজিত ছিলেন ১ রানে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ দিনে দক্ষিণাঞ্চলকে কত রানের লক্ষ্য দেয় পূর্বাঞ্চল, সেটিই দেখার অপেক্ষা ছিল।

কিন্তু সকালের বৃষ্টিতে বাংলাদেশ ক্রিকেট লিগে প্রথম রাউন্ডের ম্যাচটা শুরুই হয় একটু দেরিতে। তারপর অমিত খেলেন ১৯৩ বলে ১০২ রানের ঝলমলে ইনিংস।

প্রথম শ্রেণির ক্রিকেটে অমিতের সপ্তম শতকে ৬ উইকেটে ২৪৯ রানে ইনিংস ঘোষণা করে পূর্বাঞ্চল। দিনের শেষ বেলায় ৩৭৯ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণাঞ্চল ৩ উইকেটে ৮০ রান করার পর ম্যাচ ড্র ঘোষণা করা হয়। প্রথম ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পূর্বাঞ্চলের নাসুম আহমেদ।

প্রথম শ্রেণির ক্রিকেটে অমিতের সপ্তম শতক

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নম্বর মাঠে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের দিনের অন্য ম্যাচও ড্র হয়েছে। মধ্যাঞ্চল আগে ব্যাট করে নাঈম হাসানের শতকে ২৮১ রান করে। জবাবে তাওহিদ হৃদয়ের অপরাজিত শতক (১৩২) উত্তরাঞ্চলকে ৮ উইকেটে ২৩৬ রানে পৌঁছে দেয়। এরপর বৃষ্টির কারণে তৃতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি।

আজ চতুর্থ দিনে হৃদয় থামেন ১৬৬ বলে ১৬৫ রান করে, উত্তরাঞ্চলের ইনিংস থামে ২৭৭ রানে। মধ্যাঞ্চল তাদের দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান করলে খেলা ড্র হয়। ম্যাচসেরা হয়েছেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের চতুর্থ শতক করা হৃদয়।