শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরেছেন ম্যাথুস
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরেছেন ম্যাথুস

৩ বছর পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ম্যাথুস

সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার প্রায় তিন বছর পর আবার শ্রীলঙ্কা দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দলে ডাকা হয়েছে এই অলরাউন্ডারকে।

২০২১ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন ম্যাথুস। ২০২৩ সালে দুই বছরের বেশি সময় পর ওয়ানডে দলেও ফিরেছিলেন। সর্বশেষ বিশ্বকাপে শুরুতে দলে না থাকলেও মাঝপথে যোগ দিয়েছিলেন, যদিও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি ম্যাথুস

ম্যাথুসের সঙ্গে এবার টি-টোয়েন্টি দলে আছেন কুশল পেরেরা ও ধনাঞ্জয়া ডি সিলভা, যাঁরা চলমান ওয়ানডে সিরিজে নেই। আকিলা দনাঞ্জয়া, নুয়ান তুষারা ও কামিন্দু মেন্ডিসও ওয়ানডে দলে না থাকলেও টি-টোয়েন্টিতে আছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন ভূমিকায় মাঠে নামবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা

নতুন অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার অধীন এটিই প্রথম সিরিজ হতে যাচ্ছে শ্রীলঙ্কার। এর আগের অধিনায়ক দাসুন শানাকাকে অবশ্য দলে রাখা হয়েছে। তবে জায়গা হয়নি আভিষ্কা ফার্নান্ডো, নুয়ানিন্দু ফার্নান্ডো ও জানিত লিয়ানাগের। লিয়ানাগে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের ম্যাচসেরা। টি-টোয়েন্টি দলে জায়গা পাননি দুনিত ভেল্লালাগে, প্রমোদ মাদুশান ও লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসে।

ফিট হয়ে ওঠা সাপেক্ষে দলে রাখা হয়েছে পাতুম নিশাঙ্কাকে, যিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানা গেছে। ১৪ জানুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, পরের দুটি ম্যাচ ১৬ ও ১৮ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের পর আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে দুটি সিরিজ খেলবে।

জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কা দল: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিত আসালাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, পাতুম নিশাঙ্কা, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা ও আকিলা দনাঞ্জয়া।