বিশ্ব ক্রিকেটে আজ এক রেকর্ডময় দিন। না খেলেও সেই রেকর্ডগুলোর সঙ্গে জড়িয়ে পড়েছে বাংলাদেশের নাম।
কলম্বোয় শ্রীলঙ্কাকে ৫০ রানে অলআউট করে এশিয়া কাপ ইতিহাসের দলীয় সর্বনিম্ন সংগ্রহের ‘গ্লানি’ থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছে ভারত। আর কলম্বো থেকে ৬ হাজার ৭০০ কিলোমিটার দূরের শহর জোহানেসবার্গে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দক্ষিণ আফ্রিকা যে কীর্তি গড়ল, সেটাও মনে করিয়ে দিল বাংলাদেশকে।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়েও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩–২ ব্যবধানে জিতে নিল দক্ষিণ আফ্রিকা।
দ্য ওয়ান্ডারার্সে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান তুলেছিল প্রোটিয়ারা। জবাবে মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৯৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ানরা। স্বাগতিক ম্যাচ জেতে ১২২ রানে।
এ জয়ে ওয়ানডে ইতিহাসে পঞ্চমবারের মতো কোনো দল পাঁচ সিরিজের প্রথম দুটিতে ম্যাচ হেরেও সিরিজ জিতে নিল। এমন রেকর্ড আছে বাংলাদেশেরও। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন হাবিবুল বাশার–মোহাম্মদ আশরাফুলরা। সেটা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেই প্রথম কোনো সিরিজ জয়।
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩১৫/৯
(মার্করাম ৯৩, মিলার ৬৩, ইয়ানসেন ৪৭; জাম্পা ৩/৭১, অ্যাবোট ২/৫৪, ডেভিড ১/২০)
অস্ট্রেলিয়া : ৩৪.১ ওভারে ১৯৩
(মার্শ ৭১, লাবুশেন ৪৪, অ্যাবোট ২৩; ইয়ানসেন ৫/৩৯, মহারাজ ৪/৩৩, ফিকোয়াও ১/৪৪)
ফল : দক্ষিণ আফ্রিকা ১২২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : মার্কো ইয়ানসেন
ম্যান অব দ্য সিরিজ : এইডেন মার্করাম
সিরিজ : দক্ষিণ আফ্রিকা ৩–২ ব্যবধানে জয়ী