প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইন্দোরে আজ সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। এমন একটি ম্যাচই তো দলে পরীক্ষা-নিরীক্ষা চালানোর সুযোগ। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচে বিরাট কোহলি ও লোকেশ রাহুলকে একাদশে রাখেননি। বোলিংয়ে দেখে নিতে চেয়েছেন মোহাম্মদ সিরাজকে। স্ট্যান্ডবাই হিসেবে বিশ্বকাপের দলে দীপক চাহার ও মোহাম্মদ শামি থাকলেও আলোচনা আছে, বিশ্বকাপে চোট নিয়ে ছিটকে পড়া যশপ্রীত বুমরার বিকল্প হতে পারেন সিরাজও।
করোনায় আক্রান্ত হওয়ায় শামি এই সিরিজে নেই। কাল সিরাজের সঙ্গে বোলিং আক্রমণে ছিলেন চাহার। দিনটি কারওই ভালো যায়নি। সিরাজ ৪ ওভারে ৪৪ রান দিয়েছেন, চাহার দিয়েছেন ৪৮ রান। চাহার অবশ্য ১টি উইকেট পেয়েছেন, সিরাজ ছিলেন উইকেটশূন্য। ২০ ওভারে দক্ষিণ আফ্রিকার আর মাত্র দুটি উইকেটই ফেলতে পেরেছে ভারত, সেই দুটির ১টি নিয়েছেন উমেশ যাদব, আরেকটি রানআউট।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২২৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে কোনো দলের এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। রান তাড়ায় ১৭৮ রানে অলআউট হয়ে ম্যাচটি ৪৯ রানে হেরেছে ভারত। তুলনামূলক ছোট বাউন্ডারির হোলকার ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা রানের পাহাড়ে উঠেছে মূলত রাইলি রুশো ও কুইন্টন ডি ককের দুটি অসাধারণ ইনিংসে।
আগের দুই ম্যাচেই রাইলি রুশো আউট হয়েছিলেন কোনো রান না করেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির জন্য ঠিক পরের ম্যাচটিই বেছে নিলেন প্রোটিয়া ব্যাটসম্যান। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রুশো ৪৮ বলে ঠিক ১০০ রান করে অপরাজিত ছিলেন। ৯০ রানের দ্বিতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী কুইন্টন ডি কক ৪৩ বলে করেছেন ৬৮ রান।
দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা ব্যর্থ হন আরেকবার, ফেরেন মাত্র ৮ বলে ৩ রান করে। ডি কক অবশ্য অন্য পাশে ঝোড়ো শুরু করেন। বাভুমা ফেরার পর ডি ককের সঙ্গে ৪৭ বলে ৯০ ও ট্রিস্টান স্টাবসের সঙ্গে ৪৪ বলে ৮৭ রানের জুটি গড়েন রুশো। ১৮ বলে ২৩ রান করে ফেরেন স্টাবস, শেষে ৫ বলে ১৯ রানের ক্যামিও খেলেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকা ইনিংসে আসে ১৬টি ছক্কা, ভারতের বিপক্ষে কোনো দলের যেটি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ।
রান তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই অধিনায়ক রোহিত শর্মাকে হারায় ভারত। কোহলির জায়গায় তিন নম্বরে খেলতে নামা শ্রেয়াস আইয়ার ৪ বলে করেছেন ১ রান। ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা ভারত এরপরও ১৮.৩ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৮ রান করতে পেরেছে মূলত দিনেশ কার্তিকের ২১ বলে ৪৬ আর শেষ দিকে চাহারের ১৭ বলে ৩১ ও যাদবের ১৭ বলে অপরাজিত ২০ রানের তিনটি ইনিংসের সৌজন্যে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ২৬ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস। দুটি করে উইকেট পেয়েছেন ওয়েন পারনেল, কেশব মহারাজ ও লুঙ্গি এনগিডি।