বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ
বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ

কথা থাকলেও ইংল্যান্ড সিরিজে ফিরছেন না মাহমুদ

ভারত সিরিজে বিশ্রাম নিয়েছিলেন, ইংল্যান্ড সিরিজ দিয়েই বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে ফেরার কথা ছিল খালেদ মাহমুদের। ১১ ফেব্রুয়ারি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও বলেছিলেন সেটিই। তবে আজ মাহমুদ বললেন ভিন্ন কথা। ইংল্যান্ড সিরিজেও দলের সঙ্গে থাকছেন না এই বোর্ড পরিচালক

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ–ব্যর্থতার পর টিম ডিরেক্টর হিসেবে নতুন পদে মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়। তার আগেও দলের টেকনিক্যাল ডিরেক্টর, টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। নতুন পদে দায়িত্ব পাওয়ার পর থেকে টানা দলের সঙ্গেই ছিলেন সাবেক এ অধিনায়ক। তবে সর্বশেষ ভারত সিরিজে বিরতি নিয়েছিলেন।

সর্বশেষ ভারত সিরিজেও দলের সঙ্গে ছিলেন না মাহমুদ (বাঁয়ে)

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সম্প্রতি শেষ হওয়া বিপিএলে খুলনা টাইগার্সের কোচের দায়িত্ব পালন করা মাহমুদ। সেখানেই আজ বিভিন্ন প্রসঙ্গে কথা বললেন। ইংল্যান্ড সিরিজে দলের টিম ডিরেক্টর হিসেবে থাকছেন কি না, এমন এক প্রশ্নের জবাবে মাহমুদ বলেন, ‘না, আমার মনে হয় না। এটা যেহেতু হোম সিরিজ, আমি চাই না আসলে…হোম সিরিজে যেহেতু আমরা সবাই থাকি। মনে হয় না থাকব। এই সিরিজটা যাক, তারপর দেখা যাবে। হোম সিরিজে এখানে সবাই আছি বোর্ডের, সবাই সাহায্য করতে পারবে। আমি মনে হয় না এই সিরিজে ফিরব।’

বাংলাদেশের নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রথম মেয়াদে দলের ম্যানেজার হিসেবে ছিলেন মাহমুদ। দায়িত্ব নিতে আজ রাতে ঢাকায় এসে পৌঁছাচ্ছেন হাথুরুসিংহে। এর আগে এই শ্রীলঙ্কানের কাছে নিজেদের প্রত্যাশার কথা মাহমুদ জানালেন এভাবে, ‘অবশ্যই প্রধান কোচ আসছে, সে পরিকল্পনা করবে, কীভাবে তার দলকে দেখতে চায়। এটা তার ওপরেই থাকবে। বোর্ডের দিক থেকে প্রত্যাশা—আমরা জানি, হাথুরুর কী গুণ, হাথুরু কীভাবে কাজ করেছে আমরা জানি। আমরা চাই, সে কাজটাই (করুক)। এখন আরও পরিণত দল পাচ্ছে, এই দলটাকে কীভাবে আরও সামনের দিকে নিয়ে যেতে পারে, আমরা বিশ্বাস করি, সেটা সে পারবে।’

হাথুরুসিংহেকে ‘প্ল্যানিং মাস্টার’ হিসেবে উল্লেখ করে আজ তাঁর বেশ প্রশংসা করেছেন মাহমুদ, ‘হাথুরু আসলে, হাথুরু অনেক বড় চিন্তা করে। আমরা সবাই জানি, হাথুরু “গুড প্ল্যানার”। সত্যি বলতে, আমার মনে হয় “প্ল্যানিংয়ের মাস্টার” সে। কারণ, সে অনেক বড়টা দেখতে পারে, দূরেরটা দেখতে পারে। সুতরাং আমার মনে হয়, ও এলে এগুলো নিয়ে কাজ করা যাবে।’