মাগুরায় ঈদের জামাতে সাকিব আল হাসান
মাগুরায় ঈদের জামাতে সাকিব আল হাসান

ফটো ফিচার

সাকিব–মাশরাফিদের ঈদের দিন

ঈদের আনন্দ উদ্‌যাপনটা সবারই একই রকম। ভোরে উঠে ঈদগাহ বা মসজিদে গিয়ে নামাজ পড়া, এরপর পরিবারের সঙ্গে কিছু আনন্দ-মুহূর্ত কাটানো...এখন তো সামাজিক যোগাযোগমাধ্যম উদ্‌যাপনের দারুণ জায়গা। কিন্তু আটপৌরে ব্যাপারটা থেকেই যায়। ওই যে ঈদের ভোরে বাবার হাত ধরে নামাজ পড়তে যাওয়া...সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা ঈদ উদ্‌যাপনে তেমনই আটপৌরে। এবারের ঈদটা পুরোপুরি যেন ভালোবাসার মানুষকে উৎসর্গ করেছেন মাশরাফি...
বগুড়ায় পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে মুশফিকুর রহিম
ঈদের দিনে ইনস্টাগ্রামের এক ফ্রেমে তিন প্রজন্ম। তাসকিন আহমেদ, তাঁর বাবা ও তাসকিনের ছেলে। জুনিয়র তাসকিনের পাঞ্জাবির ডিজাইনটা মিলে গিয়ে ছবিটা আরও দারুণ হতো
সৌদি আরবে পরিবারের সবাইকে নিয়ে ওমরাহ করতে গেছেন মাশরাফি বিন মুর্তজা। ঈদের দিন ভালোবাসার মানুষের সঙ্গে বিশেষ মুহূর্তে তিনি
‘রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ! ঈদ মোবারক সবাইকে।’ এই বার্তা দিয়ে ঈদ উদ্‌যাপনের ছবি পোস্ট করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ
অনেক দিন পর জন্মস্থান মাগুরায় ঈদ করছেন সাকিব আল হাসান। সকালে বাবার সঙ্গে ঈদের জামাতে
ঈদের শুভেচ্ছা জানিয়ে এই ছবি পোস্ট করেছেন আইপিএল খেলতে ভারতে থাকা পেসার মোস্তাফিজুর রহমান