আইপিএলে মোস্তাফিজের সেরা বছর কোনটি? এই প্রশ্নের উত্তর খুব সহজ। এমনিতেই তো আর ২০১৬ সালে আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে সেরা উদীয়মানের পুরস্কার জেতেননি।
১৭ উইকেট নেওয়ার সেই মৌসুমকে আর ছোঁয়া হয়নি এরপর। সেবার মোস্তাফিজ খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। যে দলের অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। এবার মোস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসে। এই দলের অধিনায়কও ওয়ার্নার। ২০১৬ সালের সেই মোস্তাফিজ কি তাহলে ফিরবেন আবারও?
আইপিএল খেলতে ভারতে চলে গেছেন মোস্তাফিজুর রহমান। গেছেনও সাড়া জাগিয়ে। ঢাকা থেকে ভাড়া করা বিমানে উড়ে গেছেন ভারতে। আজ রাতেই লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে দিল্লির প্রথম ম্যাচ।
দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের ওয়ানডে সিরিজ থাকায় আনরিখ নরকিয়াকে এখনই পাচ্ছে না দিল্লি। সে ক্ষেত্রে একাদশে মোস্তাফিজের থাকার সম্ভাবনা বেশি। দিল্লির হয়ে এটি মোস্তাফিজের দ্বিতীয় মৌসুম।
মোস্তাফিজ ছাড়া এখন পর্যন্ত বাংলাদেশের আরও পাঁচজন ক্রিকেটার খেলেছেন আইপিএলে। পারফরম্যান্স বিবেচনায় তাদের মধ্যে আইপিএলে সবচেয়ে উজ্জ্বল এই পেসারই। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে স্বপ্নের মতো শুরু হয়েছিল মোস্তাফিজের। নিজের খেলা প্রথম আসরেই সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জিতিয়েছিলেন তিনি।
আগেই বলা হয়েছে, নিজের খেলা প্রথম আসরে ১৬ ম্যাচে ৬.৯ ইকোনমিতে তুলে নেন ১৭ উইকেট। তবে পরিসংখ্যান দিয়ে মোস্তাফিজের কার্যকারিতা ঠিক বোঝানো সম্ভব নয়। সানরাইজার্সের হয়ে প্রতি ম্যাচের ডেথ ওভার বোলিংয়ে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের প্রধান ভরসা ছিলেন মোস্তাফিজ।
বেশির ভাগ ম্যাচেই প্রতিপক্ষ ব্যাটসম্যানরা মোস্তাফিজের বলে কূলকিনারা খুঁজে পাননি। যার বড় প্রমাণ পাওয়ার–প্লে ও ডেথ ওভারে বল করেও ইকোনমি ছিল মাত্র ৬.৯। সেই সময়ের অন্যতম সেরা বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট এই মোস্তাফিজের কারণে পুরো মৌসুম কাটিয়েছিলেন বেঞ্চে, খেলেছিলেন মাত্র ১ ম্যাচ।
মুদ্রার অন্য পিঠও দেখতে মোস্তাফিজের খুব বেশি সময় লাগেনি। পরের মৌসুমে চোটের কারণে খেলেছিলেন মাত্র এক ম্যাচ। এরপর তাঁকে ছেড়ে দেয় সানরাইজার্স। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলে ফিরেছিলেন। তবে রোহিতের দলে খুব বেশি সুবিধা করতে পারেননি এই পেসার। ৭ ম্যাচে ৮.৩৬ ইকোনমি রেটে নিয়েছিলেন ৭ উইকেট।
চোটপ্রবণ মোস্তাফিজের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিল বিসিবি। এ জন্য খেলতে পারেননি কয়েকটি মৌসুম। মোস্তাফিজ আইপিএলে ফেরেন ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে। রাজস্থানের হয়ে এই বাঁহাতি পেসার ১৪ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট। তবে মেগা নিলামের আগে মোস্তাফিজকে ধরে রাখেনি রাজস্থান।
২০২২ সালে মোস্তাফিজকে দলে ভেড়ায় দিল্লি। প্রথম আসরে খেলেন মাত্র ৮ ম্যাচ। টুর্নামেন্টে ৮ উইকেট নিলেও তাঁর ইকোনমি ছিল ৭.৬৩। হয়তো এ কারণেই আবারও মোস্তফিজকে ধরে রেখেছে দিল্লি। এই আসরে সাত বছর পর এবারও মোস্তাফিজের অধিনায়ক ওয়ার্নার। অধিনায়ক ওয়ার্নারের অধীনে কি ২০১৬ সালের মোস্তাফিজকে দেখা যাবে আবার?