সিডনি টেস্ট খেলে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ থেকে বিদায় নিয়েছেন ডেভিড ওয়ার্নার
সিডনি টেস্ট খেলে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ থেকে বিদায় নিয়েছেন ডেভিড ওয়ার্নার

ওয়ার্নারের ব্যাগি গ্রিন হারানোর রহস্য রয়েই গেল

ব্যাগি গ্রিন হারানোর চার দিন পর গতকাল তা ফিরে পাওয়ার খবরও দিয়েছেন ডেভিড ওয়ার্নার। আজ সিডনিতে অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের তৃতীয় টেস্টের মাধ্যমে অবসর নেওয়ায় এই ব্যাগি গ্রিন তাঁর আর মাঠে দরকারও হবে না। তবে ওয়ার্নারের ব্যাগি গ্রিন চুরিবিষয়ক ঘটনার রেশ রয়ে গেছে এখনো।

ব্যাগি গ্রিন চুরি নিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স আর ওয়ার্নার সর্বশেষ যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তাতে রহস্যের ইঙ্গিতই মিলছে।

অবসরের আগাম ঘোষণা দেওয়া ওয়ার্নার তাঁর ব্যাগি গ্রিন হারানোর খবর দিয়েছিলেন ২ জানুয়ারি। সেদিন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ইনস্টাগ্রাম ভিডিওতে জানান, অস্ট্রেলিয়া দলের মেলবোর্ন-সিডনি যাত্রার কোনো এক পর্যায়ে তাঁর ব্যাকপ্যাক হারিয়ে গেছে। সেই ব্যাকপ্যাকে তাঁর দুটি ব্যাগি গ্রিন ক্যাপ ছিল।

এই ব্যাগি গ্রিন ক্যাপ পরেই টেস্ট অভিষেক হয়েছিল ডেভিড ওয়ার্নারের। শেষ টেস্টও খেললেন একই ক্যাপ পরে

ওয়ার্নারের ব্যাগি গ্রিন হারানো নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলিও বিষয়টিতে জড়িয়ে পড়েন। ব্যাগি গ্রিন হারানোর খবর দেওয়ার চার দিন পর ওয়ার্নার আরেকটি ইনস্টাগ্রাম ভিডিওতে জানান, তাঁর ব্যাকপ্যাক খুঁজে পাওয়া গেছে। ভেতরে ব্যাগি গ্রিন ক্যাপও অক্ষত আছে। ‘খুশি ও স্বস্তি বোধ’ করে ওয়ার্নার কোয়ানটাস (এয়ারলাইনস), পরিবহন কোম্পানি, হোটেল ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান। যদিও ঠিক কীভাবে উদ্ধার হয়েছে, ওয়ার্নার সেটি জানাননি।

শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ওয়ার্নারের ব্যাগি গ্রিন ক্যাপ সিডনির টিম হোটেলে পাওয়া গেছে। তিনি ২০১১ সালে অভিষেকে পাওয়া ক্যাপ পরেই মাঠে নামতে পারবেন। সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়, এর পর থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে ব্যাগি গ্রিন হারানোর ঘটনা প্রাঙ্ক ছিল, যেটা বুমেরাং হয়েছে।

ব্যাগি গ্রিন হারানোর পর কোয়ানটাস, পরিবহন কোম্পানি ও হোটেলের স্টাফদের সেগুলো খুঁজে পেতে সাহায্য করতে বলা হয়েছিল। কিন্তু ক্যাপ পাওয়া গেল এমন জায়গায়, যেখানে থাকার কথা ছিল। এই অদ্ভুতুড়ে পরিস্থিতি নিয়ে শনিবার অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্সকে জিজ্ঞেস করা হয়। তিনি সোজাসাপটা জবাব দিলেও এতে ‘নেপথ্যের গল্প আছে’ বলে অনুমান সিডনি মর্নিং হেরাল্ডের। কামিন্সের উত্তরটা ছিল এ রকম, ‘এটা আমার বলার গল্প নয়। ডেভির (ওয়ার্নার) সঙ্গে কথা বলতে পারেন।’

এসসিজিতে বিদায়ী টেস্টের পর স্ত্রী ক্যান্ডিসের সঙ্গে ওয়ার্নার

সিডনি টেস্টের ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে ওয়ার্নারকেও ব্যাগি গ্রিন নিয়ে জিজ্ঞেস করা হয়। দুটি সংস্করণ থেকে অবসরে যাওয়া এই ব্যাটসম্যান জানান, ঠিক কী ঘটেছিল তিনি নিশ্চিত নন, ‘নিরাপত্তাকর্মীদের জিজ্ঞেস করুন। এ রকম একটা প্রাঙ্ক করতে পারলে তো ভালো লাগত।’ অস্ট্রেলিয়া দলের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই ব্যক্তির নাম উল্লেখ করে ওয়ার্নার যোগ করেন, ‘আপনারা ফ্রাঙ্ক দিমাসি বা স্টু বেইলিকে জিজ্ঞেস করুন। আক্ষরিক অর্থেই ওগুলো আমি হাতেই পেয়েছি। এখানে আমার অন্য কিছু বলার নেই। এটাই আসল কথা।’