যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন নাকচ হয়ে গেছে সন্দীপ লামিচানের, টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার সময়ও পেরিয়ে গেছে। এরপরও বিশ্বকাপের দলে এই লেগ স্পিনারকে পাওয়ার আশা ছাড়ছে না নেপাল। এ জন্য সরকারের মাধ্যমে তদবিরও করা হচ্ছে।
বাংলাদেশ সময় আগামী ২ জুন ভোরে শুরু হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপ। ৪ জুন ডালাসে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নেপাল।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২৫ মে দুবাই সময় অনুযায়ী রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চূড়ান্ত দল দেওয়ার সময় ছিল। এর আগে প্রায় সব দলই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল। কেউ কেউ এরপর পরিবর্তনও এনেছে। এখন দলে পরিবর্তন আনতে গেলে আইসিসির ইভেন্টের টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।
এরপরও আশা ছাড়ছে না নেপাল। সম্প্রতি ধর্ষণের মামলায় আট বছরের কারাদণ্ড থেকে খালাস পাওয়া লামিচানের ব্যাপারে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের প্রেসিডেন্ট চতুর বাহাদুর চাঁদ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা নেপাল সরকারের মাধ্যমে দূতাবাসে তদবির চালিয়ে যাচ্ছি।’
এখন লামিচানেকে ঠিক কোন প্রক্রিয়ায় দলে নেওয়া হবে, সেটি অবশ্য স্পষ্ট করেননি চতুর। বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলবে নেপাল, পরের দুটি ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। সাধারণত চোট বা জরুরি কোনো প্রয়োজনে বিশ্বকাপ দলে পরিবর্তন আনার অনুমোদন দেয় আইসিসি।
২২ মে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লামিচানে জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা চাইলেও নেপালের যুক্তরাষ্ট্র দূতাবাস সেটি নাকচ করে দিয়েছে। এ সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে সাবেক এই অধিনায়ক লেখেন, ‘নেপাল ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি দুঃখিত।’
২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন লামিচানে। গত জানুয়ারিতে ধর্ষণের ওই মামলায় লামিচানেকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর পর কারাগার থেকে মুক্তিও পান। এরপর আপিল করে ১৫ মে উচ্চ আদালতের রায়ে খালাস পান লামিচানে।
লামিচানের রায় ঘোষণার পরপরই নেপাল ক্রিকেটের দিক থেকে ইঙ্গিত দেওয়া হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া হতে পারে এই লেগ স্পিনারকে। এর আগেই বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করে নেপাল।
২০১৪ সালের পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে নেপাল। বাংলাদেশ, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ ‘ডি’-তে আছে দলটি।