বিশ্বকাপে এখন পর্যন্ত কয়টা অঘটন ঘটেছে? আফগানিস্তানের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের হার আর কাল নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হারের কথাই বলবে সবাই। কেউ কেউ অবশ্য ‘অঘটন’ শব্দটা নিয়েই আপত্তি জানাতে পারেন। যেহেতু ১১ জনের বিপক্ষে ১১ জন খেলেই জিতেছে, তাই এই অঘটনের বিষয়টি অনেকেই মানতে চান না।
তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের ভাবনাটা অবশ্য এ দুই পক্ষের চেয়ে ভিন্ন। তাদের হিসাবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি অঘটন ঘটেছে। দুটির কথা তো আগেই বলা হয়েছে। কিন্তু অন্যটি? এখানেই মূলত চমক। ইসলামাবাদ ইউনাইটেডের কাছে যে ভারতের বিপক্ষে পাকিস্তানের হারটাও অঘটন!
অথচ যে ম্যাচটিকে অঘটন বলা হচ্ছে, সে ম্যাচে ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। আহমেদাবাদে আগে ব্যাট করে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৭ উইকেট ও ১১৭ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত। এমনিতেই বিশ্বকাপে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।
এবারের ম্যাচটির আগে পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই ফেবারিট বলেছিলেন ভারতকে। তাই ইসলামাবাদ ইউনাইটেডের এমন টুইট অবাক করেছে অনেককে।
ইসলামাবাদ ইউনাইটেড টুইটটি করেছে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ের পর।
টুইটটিতে লেখা হয়, ‘দুই দিনে দুটি অঘটন। ২০২৩ বিশ্বকাপ এখনই বিস্ময়ে ভর্তি!’ এমন টুইটের পর ভারতীয় সমর্থকদের কাছ থেকে বেশ হাস্যরসের শিকার হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। অনেকে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিপক্ষে পাকিস্তানের ইতিহাসও মনে করিয়ে দিচ্ছেন।
আরিয়ান নামের একজন ৮–০ ব্যবধানে ভারতের এগিয়ে যাওয়ার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাঁ, অঘটনই বটে। ভারত যেহেতু ১০ ওভারে ম্যাচটি জিততে পারেনি।’ শুভমান গং নামে আরেকজন লিখেছেন, ‘১৯৯২ বিশ্বকাপ থেকে যা হচ্ছে সে হতাশা আমরা বুঝতে পারি।’ প্রানীত সামায়া নামে অন্য একজনের মন্তব্য ছিল এমন, ‘প্রথম অঘটনটি ছিল পাকিস্তানের কাছে নেদারল্যান্ডসের হার।’