বোর্ডার–গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার পাঁচ টেস্টেই খেলছেন দুই পেসার প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। খেলার কথা ছিল জশ হ্যাজলউডেরও। কিন্তু চোটের কারণে ৩ ম্যাচই খেলতে পারেননি আইসিসি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় এই পেসার। হ্যাজলউড খেলতে পারেননি বলেই ওই তিন ম্যাচে সুযোগ হয়েছে স্কট বোল্যান্ডের।
নিখাদ পেসার হলেও বোল্যান্ড জানেন, ‘ঠেকা কাজ’ সারতেই তাঁকে দলে রাখা। ৩৫ বছর বয়সী এই পেসারই আজ সিডনি টেস্টের প্রথম দিনে ভারতের প্রথম ইনিংস এলোমেলো করে দিয়েছেন। ফিরিয়েছেন যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, ঋষভ পন্ত ও নীতীশ রেড্ডিকে। বোল্যান্ডের জ্বলে ওঠার দিনে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১৮৫ রানে।
এরপর অস্ট্রেলিয়া ৩ ওভার ব্যাট করে ১ উইকেটে ৯ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে। অস্ট্রেলিয়া ইনিংসের এই অল্প সময়েই অবশ্য উত্তাপ দেখা গেছে। দিনের শেষ ওভারে স্যাম কনস্টাসের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন ভারতের অধিনায়ক ও পেসার যশপ্রীত বুমরা। শেষ বলে উসমান খাজা স্লিপে ক্যাচ দিয়ে আউট হলেও বুমরা তাৎক্ষণিকভাবেই ঘুরে দাঁড়িয়ে নন স্ট্রাইকে থাকা কনস্টাসের দিকে অগ্নিমূর্তি উদ্যাপন করেন।
সিডনির এই টেস্টে ভারত খেলছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়া। সর্বশেষ ৬ ইনিংসে মাত্র ৬৫ রান করা রোহিত শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, দায়িত্ব বর্তেছে সহঅধিনায়ক বুমরার কাঁধে। টসটা বুমরাই জিতেছেন। কিন্তু প্রথম ঘণ্টাতেই টস জয়ের আনন্দ মিইয়ে যায় ভারতের।
দিনের পঞ্চম ওভারে মিচেল স্টার্ক লোকেশ রাহুলকে ফেরানোর দুই ওভার পর আরেক ওপেনার জয়সোয়ালকে ফেরান বোল্যান্ড। টানা দুই বলে উইকেট পেতে পারতেন বোল্যান্ড, কোহলি উইকেটে এসেই ক্যাচ দিয়েছিলেন স্লিপে। যা স্টিভেন স্মিথ হয়ে মারনাস লাবুশেনের হাতে জমা পড়লেও তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে বল মাটি স্পর্শ করেছে বলে রায় দেন।
এই কোহলি শেষ পর্যন্ত বোল্যান্ডের বলেই আউট হয়েছেন। দিনের দ্বিতীয় সেশনে স্লিপে বো ওয়েবস্টারের হাতে ক্যাচ দেন কোনো বাউন্ডারি ছাড়া ৬৯ বলে ১৭ রান করা কোহলি। ভারতীয় তারকার টেস্ট ক্যারিয়ারে বাউন্ডারিহীন সবচেয়ে বেশি বলের ইনিংস ছিল এটি।
বোল্যান্ড আঘাত হানেন চা বিরতির পরও। ঋষভ পন্ত–রবীন্দ্র জাদেজার পঞ্চম উইকেট জুটিতে দলীয় রান এক শ পার হয়েছে ততক্ষণে। বোল্যান্ডের শর্ট পিচ ডেলিভারিতে পুল করতে গিয়ে মিড অনে ক্যাচ দেন পন্ত (৯৮ বলে ৪০), পরের বলেই স্লিপে স্মিথের হাতে ক্যাচ দেন মেলবোর্ন টেস্টে সেঞ্চুরি করা নীতীশ রেড্ডি।
বোল্যান্ডের তোপে ১২০ রানে ষষ্ঠ উইকেট হারানো ভারত বাকি চার উইকেটে যোগ করতে পেরেছে ৬৫ রান। যে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন স্টার্ক–কামিন্সরা। বোল্যান্ড শেষ করেন ২০ ওভার ৮ মেডেন ৩১ রানে ৪ উইকেট নিয়ে।
ভারত অলআউট হয়েছে ৭২.২ ওভারে। এ নিয়ে সর্বশেষ আট টেস্টের সাতটিতেই প্রথম ইনিংসে দুই শর কমে অলআউট হল ভারত। গত ৩০ বছরে সিডনিতে প্রথম ইনিংসে দুই শর কম সংগ্রহ দেখা গেছে চারবার, তিনবারই এর শিকার ভারত।
দিনের শেষ বেলায় ১৫ মিনিট সময় ছিল অস্ট্রেলিয়ার জন্য। বুমরা শেষ ওভারের পঞ্চম বল করার আগে নন স্ট্রাইকে থাকা কনস্টাসের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। যদিও তাৎক্ষণিকভাবেই তাঁদের মাঝে হস্তক্ষেপ করেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। তবে বুমরা যে বেশ ফুঁসে ছিলেন, সেটি স্পষ্ট হয়ে যায় পরের বলেই খাজাকে আউট করে কনস্টারের দিকে তেড়ে যাওয়ায়। কনস্টাস এক পলক তাকালেও দিনের খেলা শেষ হিসেবে কিছু না বলে ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন। হয়তো জবাব যা দেওয়ার কালই দেবেন।
ভারত প্রথম ইনিংস: ৭২.২ ওভারে ১৮৫ (পন্ত ৪০, জাদেজা ২৬, বুমরা ২২; বোল্যান্ড ৪/৩১, স্টার্ক ৩/৪৯, কামিন্স ২/৩৭)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩ ওভারে ৯/১ (কনস্টাস ৭*, খাজা ২; বুমরা ১/৭)।