কলকাতার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রশিদ খান
কলকাতার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রশিদ খান

রিংকুর কাছে হেরে গেল রশিদের রেকর্ড হ্যাটট্রিক

গুগলিটা পড়তে ভুল করে ফেললেন শার্দুল ঠাকুর। বলটা পায়ে লাগার সঙ্গে সঙ্গেই যেন নিশ্চিত হয়ে গেল রশিদ খানের প্রথম আইপিএল হ্যাটট্রিক, বাকি রইল শুধু আনুষ্ঠানিকতা। শেষ পর্যন্ত সে আনুষ্ঠানিকতা আটকায়নি। অবশ্য রশিদের হ্যাটট্রিকও জেতাতে পারেনি গুজরাট টাইটান্সকে, শেষ ৫ বলে ৫ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন রিংকু সিং।

আহমেদাবাদে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আজ আইপিএলের এ মৌসুমের প্রথম হ্যাটট্রিকটি করলেন রশিদ। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও শার্দুলকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন এ লেগ স্পিনার। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ ৪টি হ্যাটট্রিক রশিদেরই। ৩টি করে হ্যাটট্রিক আছে অমিত মিশ্র, মোহাম্মদ সামি, আন্দ্রে রাসেল, অ্যান্ড্রু টাই ও ইমরান তাহিরের।

রশিদের হ্যাটট্রিক কাজেই এল না রিংকু সিংয়ের ব্যাটের দাপটে

২০৫ রানের লক্ষ্যে ব্যাটিং করা কলকাতার ইনিংসের ১৭তম ওভারে নিজের শেষটি করতে আসেন এ ম্যাচে গুজরাটের অধিনায়কত্বের দায়িত্ব পালন করা রশিদ। ২৪ বলে তখন ৫৫ রান প্রয়োজন ছিল কলকাতার।

তাঁর প্রথম উইকেটটি ছিল রাসেলের। ওভারের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে কট-বিহাইন্ড হন এ ক্যারিবীয় অলরাউন্ডার, গুজরাট সে উইকেট অবশ্য পায় রিভিউ নিয়ে।

আইপিএলের ২২তম হ্যাটট্রিক রশিদের

পরের বলে মিডউইকেটে ক্যাচ দেন নারাইন। হ্যাটট্রিক বল সামলাতে আসেন শার্দুল, আগের ম্যাচে ঝোড়ো ইনিংসে খেলেছিলেন যিনি। তবে এরপরই রশিদের গুগলি। শার্দুল রিভিউ করেছিলেন, তবে সেটি করার জন্যই করা।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে রশিদের এটি চতুর্থ হ্যাটট্রিক, তবে আইপিএলে প্রথম। ২০১৭ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন রশিদ। তাঁর পরের হ্যাটট্রিকটি আফগানিস্তানের হয়ে, আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর বিগ ব্যাশ লিগে আরেকটি হ্যাটট্রিক করেন তিনি।

সব মিলিয়ে রশিদের হ্যাটট্রিকটি আইপিএলে ২২তম। ২০০৭-০৮ মৌসুমে প্রথম হ্যাটট্রিকটি করেন লক্ষীপতি বালাজি। রশিদের আগে সর্বশেষ হ্যাটট্রিকটি করেছিলেন যুজবেন্দ্র চাহাল, গত বছর। রাজস্থান রয়্যালসের চাহালের হ্যাটট্রিকটি এসেছিল কলকাতার বিপক্ষেই!