শূন্যের যে তালিকায় কোহলি, রোহিতদের সঙ্গে তামিমও

টেস্ট, ওয়ানডে বা টি–টোয়েন্টি—যে সংস্করণই হোক, ব্যাটসম্যান চান বড় স্কোর করে দলকে জেতাতে। ভারতের বিরাট কোহলি–রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল–ট্রাভিস হেড কিংবা বাংলাদেশের সাকিব আল হাসান–তামিম ইকবালদের মতো তারকা ব্যাটসম্যানরা এটা অনেকবারই করেছেন। কিন্তু ব্যাটসম্যানদের ক্ষেত্রে এমন অনেক মুহূর্তও আসে, যেটা তারা ভুলে যেতে চান। কোনো রান না করে আউট হওয়ার মতো মুহূর্ত কে–ই বা আর মনে রাখতে চায়!

তবে বাস্তবতা হচ্ছে, এমন মুহূর্ত প্রায় সব তারকা ব্যাটসম্যানের ক্যারিয়ারেই একাধিকবার আসে। আজকের কথাই ধরুন, নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে ভারতের কোহলি ৯ বল খেলে কোনো রান না করেই আউট হয়েছেন। এর মাধ্যমে বর্তমানে খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কোহলি।

দেখে আসা যেতে পারে এখনো খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া শীর্ষ চারজনকে—

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হয়েছেন ইশান্ত শর্মা

ইশান্ত শর্মা, ভারত—৪০

সক্রিয় খেলোয়াড়দের মধ্যে ব্যাটিংয়ে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো রান করার আগেই আউট হওয়ার ক্ষেত্রে ১ নম্বরে আছেন ভারতের পেসার। যদিও ইশান্ত তাঁর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন ২০২১ সালের নভেম্বরে। এখনো অবসরের ঘোষণা না দেওয়া ইশান্ত ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন টেস্টে।

আউট হয়ে ফিরছেন কোহলি। বেঙ্গালুরু টেস্টে আজ দ্বিতীয় দিনে

বিরাট কোহলি, ভারত—৩৮

এখনো খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া বিশেষজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি। তিন সংস্করণ মিলিয়ে ৩৮ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। এর মধ্যে টেস্টে ১৫ ও ওয়ানডেতে ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন কোহলি। সব মিলিয়ে কোহলি ৩৮ বার শূন্য রানে আউট হয়েছেন ৫৯৫ ইনিংসে। টি–টোয়েন্টিতে ১১৭ ইনিংসে সাতবার।

নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি

টিম সাউদি, নিউজিল্যান্ড—৩৮

বিরাট কোহলির মতো নিউজিল্যান্ডের ফাস্ট বোলার সাউদিও আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮ বার শূন্য রানে আউট হয়েছেন। যদিও কোহলির চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কম ইনিংসে (২৯৩) ব্যাটিং করেছেন সাউদি। নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টেস্টে ১৯ বার, ওয়ানডেতে ১৩ বার এবং টি–টোয়েন্টিতে ৬ বার শূন্য রানে আউট হয়েছেন

টেস্টে সাউদির ব্যাটিং স্ট্রাইক রেট ৮২.৪৮, আছে ৬টি ফিফটি প্লাস ইনিংসও।

আউটের পর মাঠ ছাড়ছেন তামিম

তামিম ইকবাল, বাংলাদেশ—৩৬

বাংলাদেশের হয়ে আর খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে তিন সংস্করণ থেকে এখনো অবসরের ঘোষণা দেননি তামিম ইকবাল। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তামিম এখন পর্যন্ত ৩৬ বার শূন্য রানে আউট হয়েছেন। তামিম সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন ওয়ানডেতে—২৪০ ইনিংসে ১৯ বার।

টেস্টে ৫ বার শূন্য রানে আউট হয়েছেন রোহিত

রোহিত শর্মা, ভারত—৩৩

আন্তর্জাতিক ক্রিকেটে ৫১৩ ইনিংসে ৩৩ বার শূন্য রানে আউট হয়েছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা। ২০২৪ বিশ্বকাপ জিতে টি–টোয়েন্টিকে বিদায় জানানো রোহিত এ সংস্করণে শূন্য রানে আউট হয়েছেন ১২ বার। টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন রোহিত। ওয়ানডে ক্যারিয়ারে রোহিত শূন্য রানে আউট হয়েছেন ১৬ বার। বেঙ্গালুরুতে চলমান ম্যাচটি নিয়ে ৬২ টেস্টের ক্যারিয়ার রোহিতের, এই সংস্করণে শূন্য রানে আউট হয়েছেন পাঁচবার।