পাকিস্তানের ক্রিকেট দলের পরিচালক মিকি আর্থার
পাকিস্তানের ক্রিকেট দলের পরিচালক মিকি আর্থার

পাকিস্তানের টিম ডিরেক্টর আর্থারকে পাল্টা খোঁচা ভারতের সাবেক ক্রিকেটারের

বেচারা মিকি আর্থার! হয়তো ভাবছেন, কথাটা কেন যে মুখ ফসকে বলে ফেলেছিলাম! ভারতের কাছে ৭ উইকেটে হারার পর সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান দলের পরিচালক আর্থার বলেছিলেন, আহমেদাবাদের আবহ দেখে মনে হচ্ছে এটা আইসিসির নয়, বিসিসিআইয়ের দ্বিপক্ষীয় কোনো ইভেন্ট।

আর্থারের এই মন্তব্য ভালোভাবে নেননি অনেকেই। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, শোয়েব মালিক ও মঈন খানরা বলেছেন, অজুহাত দাঁড় করানো এবং হতাশা হওয়া পাকিস্তানি সমর্থকদের দৃষ্টি অন্য দিকে ঘোরানোর চেষ্টা হিসেবে এই মন্তব্য করেছেন তিনি। ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া তো ধুয়েই দিয়েছেন আর্থারকে।

কাল নাটকীয় ধস নামে পাকিস্তান ইনিংসে

সংবাদ সম্মেলনে আর্থার বলেছিলেন, ‘সত্যি বলতে কি, এটি দেখে ঠিক আইসিসি ইভেন্ট মনে হয়নি। মনে হয়েছে দ্বিপক্ষীয় সিরিজ, মনে হয়েছে বিসিসিআইয়ের ইভেন্ট। আজ রাতে লাউড স্পিকারে “দিল দিল পাকিস্তান” খুব একটা শুনিনি।’

আকাশ চোপড়া আর্থারের বেশি সমালোচনা করেছেন ‘দিল দিল পাকিস্তান’ গানের অংশটুকু নিয়ে। টুইটারে (বর্তমান এক্স) লিখেছেন, ‘ডিজে ওয়ালা বাবু, আমার গান বাজাও না...আমি বলতে চাইছি, এটা কি সিরিয়াসলি বলছেন? হায়দরাবাদে যে সমর্থকেরা ‘পাকিস্তান জিতেগা’ স্লোগান দিয়েছে, এ নিয়ে কি শ্রীলঙ্কা কোনো অভিযোগ করেছে?’

আকাশ এরপর যোগ করেছেন, ‘নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ডিজে যদি “দিল দিল পাকিস্তান’ গানটি বাজাত, তাহলে আমি বাস্তবিক অর্থেই বিস্মিত হতাম।’