ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুই ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সোয়াল
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুই ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সোয়াল

গাভাস্কারের রেকর্ড ভাঙতে কত রান দরকার জয়সোয়ালের

পাঁচ টেস্টের সিরিজ। সেই সিরিজের চার ম্যাচ শেষে ৬৫৫ রান করে ফেলেছেন যশস্বী জয়সোয়াল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটায় টানা দুটি ডাবল সেঞ্চুরিও আছে ভারতীয় ব্যাটসম্যানের। সেই জয়সোয়ালকে ৭ মার্চ ধর্মশালায় শুরু সিরিজের শেষ টেস্টে হাতছানি দিচ্ছে বড় এক রেকর্ড—ভারতের হয়ে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করার।

ভারতের হয়ে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড সুনীল গাভাস্কারের। সেটিও নিজের প্রথম সিরিজেই করেছিলেন ভারতীয় কিংবদন্তি। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচটি টেস্ট খেলে ভারত। পোর্ট অব স্পেনে সেই সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হওয়া গাভাস্কার সিরিজ শেষ করেন ৭৭৪ রান নিয়ে। অভিষেক টেস্টের দুই ইনিংসে ৬৫ ও অপরাজিত ৬৭ রান করা ভারতীয় ওপেনার পরের তিন টেস্টে একটি ডাবল সেঞ্চুরিসহ মোট চারটি সেঞ্চুরি পেয়ে যান। পোর্ট অব স্পেনেই সিরিজের শেষ টেস্টে জোড়া সেঞ্চুরি (১২৪ ও ২২০) করেন ২১ বছর বয়সী গাভাস্কার।

গাভাস্কারের সেই রেকর্ড ভাঙতে ২২ বছর বয়সী জয়সোয়ালকে ধর্মশালায় করতে হবে ১২০ রান। দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ওপেনার এই টেস্টেই ছুঁয়ে ফেলতে পারেন ১ হাজার রানের মাইলফলকও।

টেস্টে হাজার ছুঁতে ২৯ রান দরকার জয়সোয়ালের। চার অঙ্ক ছুঁতে পারলে এই মাইলফলকে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম হবেন গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষিক্ত জয়সোয়াল। এই বাঁহাতি এ পর্যন্ত খেলেছেন ১৫ ইনিংস। রেকর্ডটা যাঁর, সেই বিনোদ কাম্বলির ১০০০ করতে লেগেছিল ১৪ ইনিংস।

গাভাস্কার তো আছেনই, টেস্টে এক সিরিজে সবচেয়ে বেশি রান করা ভারতীয়দের মধ্যে জয়সোয়ালের ওপরে আছেন আর মাত্র একজন—বিরাট কোহলি। অভিষেক সিরিজে ৭৭৪ রান করা গাভাস্কার ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৬ টেস্টে করেন ৭৩২ রান। ২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচে ৬৯২ রান ও ২০১৬-১৭ মৌসুমে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচে ৬৫৫ রান করেন কোহলি।

ভারতীয় রেকর্ড হাতছানি দিলেও বিশ্ব রেকর্ড থেকে অনেক দূরেই অবস্থান জয়সোয়ালের। বিশ্ব রেকর্ড করতে হলে ধর্মশালায় ৩২০ রান করতে হবে তাঁকে। ১৯৩০ সালে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সাত ইনিংসে ৯৭৪ রান করে যে রেকর্ডের মালিক স্যার ডন ব্র্যাডম্যান।

গাভাস্কারের রেকর্ড ভাঙতে ধর্মশালা টেস্টে জয়সোয়ালকে ১২০ রান করতে হবে

দেড় বছর আগে ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ডের গড়া রেকর্ড ভেঙেছিলেন ব্র্যাডম্যান। ১৯২৮-২৯ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের ৯ ইনিংসে ৯০৫ রান করেছিলেন হ্যামন্ড। টেস্ট ইতিহাসে এক সিরিজে ৯০০ রানের বেশি করার উদাহরণ এই দুটিই।

টেস্ট ক্যারিয়ারের বয়স এক বছর না হতেই জয়ধ্বনি শুনতে পাওয়া জয়সোয়াল কি পারবেন গাভাস্কারের ভারতীয় রেকর্ড ভেঙে ব্র্যাডম্যানের বিশ্ব রেকর্ডের দিকে ধেয়ে যেতে?