ওয়াসিম আকরাম।
ওয়াসিম আকরাম।

পাকিস্তান দলের ড্রেসিংরুমের ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ ওয়াসিম আকরাম

খাদের কিনারা থেকে সেমিফাইনালে উঠে এসেছে পাকিস্তান। জিম্বাবুয়ে ও ভারতের কাছে হারার পর যখন মনে হচ্ছিল, দেশের বিমান ধরাই তাদের ভবিতব্য, ঠিক তখনই নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার অভাবনীয় হার বাবর আজমদের সেমিফাইনালের সম্ভাবনা তৈরি করে দেয়। শেষ পর্যন্ত বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে দেশে ফেরার বিমানের বদলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। পাকিস্তান এখন ১৯৯২ সালের ইতিহাস নতুন করে লেখার স্বপ্ন দেখছে। অদ্ভুত এক মিল রেখে ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের মতোই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড!

পাকিস্তানের বিরানব্বইয়ের সেই গৌরবের অন্যতম নায়ক ওয়াসিম আকরামের একটা জিনিস একেবারেই ভালো লাগছে না। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জেতার পর অধিনায়ক বাবর আর মেন্টর ম্যাথু হেইডেন পাকিস্তানি ক্রিকেটারদের উদ্দেশে উদ্দীপনামূলক বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়াটাই ভালোভাবে নিতে পারছেন না ওয়াসিম আকরাম। পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি মনে করেন, ড্রেসিংরুমের কোনো কিছুই প্রকাশ্যে আসা উচিত নয়। ড্রেসিং রুমে যা হবে, যা ঘটবে, সেগুলো একান্তই দলের ভেতরের ব্যাপার। ভিডিওটি মূলত প্রথম পোস্ট হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের টুইটার হ্যান্ডলে।

বাবর আজমের জায়গায় হলে ভিডিও করা ব্যক্তিকে ধরতেন আকরাম

ওয়াসিম আকরাম নিজে যদি পাকিস্তানের অধিনায়ক হতেন, তাহলে এমনটা কিছুতেই হতে দিতেন না, ‘আমি যদি বাবর আজমের জায়গায় থাকতাম, তাহলে এমন কিছু হতে দিতাম না। যে ব্যক্তি ড্রেসিংরুমে ভিডিও করছিল, তাকে বাধা দিতাম, তাকে ধরতাম। কিছু জিনিস ব্যক্তিগত। আমি সামাজিক যোগাযোগমাধ্যমের বিপক্ষে নই। খেলোয়াড়দের ভক্তদের সঙ্গে দেখা হওয়া বা কথোপকথন প্রকাশ করা যেতেই পারে। কিন্তু সেটি ড্রেসিংরুমের বাইরে হলেই ভালো। ড্রেসিংরুমের ভিডিও বিশ্বকাপে অন্য দলগুলোকে দিতে দেখিনি। অতিরিক্ত লাইক বা অনুসারী পাওয়ার ব্যাপারটা বেশি হয়ে যাচ্ছে।’

পাকিস্তানের টিভি চ্যানেল ‘এ স্পোর্টস’-এ ওয়াসিম আকরাম বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন এ মুহূর্তে। সেখানেই ড্রেসিংরুমের ভিডিও ভাইরাল হওয়ার ব্যাপারটির কড়া সমালোচনা করেছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বাঁহাতি ফাস্ট বোলার। সেখানে তিনি আরও বলেছেন, ‘কল্পনা করুন, আমি সেখানে আছি, কিন্তু জানি না যে আমাদের কর্মকাণ্ড ভিডিও হচ্ছে, আমি যদি দলকে কোনো বিশেষ বার্তা দিতে চাই, তখন কী হবে। আমি তখন ভিডিও ধারণকারীকে বাধা দিয়ে বলতাম, ড্রেসিংরুম ছাড়া অন্য যেকোনো জায়গায় ভিডিও করুন।’