সাত ব্যাটসম্যান ও দুই স্পিনার, এক পেসারের সঙ্গে একজন মেহেদী হাসান মিরাজ—দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশ দল একাদশ সাজিয়েছে এভাবে। অভিষেক হয়েছে জাকের আলীর। এই দল নিয়ে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।
কিন্তু মিরপুর টেস্টের প্রথম দিনের মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ দলের স্কোর ২৬.১ ওভারে ৬ উইকেটে ৬০ রান, যার ৫টিই নিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার উইয়ান মুল্ডার ও কাগিসো রাবাদা। ওপেনিংয়ে নেমে ৮৬ বলে ১৬ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান।
প্রোটিয়াদের উইকেট শিকারের উৎসব শুরু হয় সাদমান ইসলামকে দিয়ে। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে নিজের ইনিংসের প্রথম শটটা খেলার চেষ্টা করেন সাদমান। মুল্ডারের অফ স্টাম্পের অনেক বাইরের বলটি অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছিল। সেই বলে ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তোলেন। ভুল শট খেলে ০ রানে ড্রেসিংরুমে ফিরে যান তিনি।
বেশিক্ষণ টিকতে পারেননি তিনে নামা মুমিনুল হকও। মুল্ডারের দ্বিতীয় ওভারের ফুল লেংথের বল লেগের দিকে ফ্লিক করতে গিয়ে কট বিহাইন্ড হন ৪ রান করা মুমিনুল।
দক্ষিণ আফ্রিকার তরুণ অলরাউন্ডার মুল্ডার সেখানেই থামেননি। পরের ওভারে বাংলাদেশ অধিনায়ক নাজমুলকে স্ট্রাইকে পেয়ে রাউন্ড দ্য উইকেটে আসেন। ওই অ্যাঙ্গেল থেকে আসা বলে এর আগে বেশ কয়েকবার আউট হওয়া নাজমুল আজও মুল্ডারের ভেতরে ঢোকা বল অন সাইডে খেলতে গিয়ে কেশব মহারাজকে ক্যাচ দেন। ৭ বলে ৭ রান করে থামে তাঁর ইনিংস। ৬ ওভারে ২১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ৩টিই নেন মুল্ডার।
পরের ধাক্কাটা আসে তারকা ফাস্ট বোলার কাগিসো রাবাদার করা ১৪তম ওভারে। পানি পানের বিরতির পর আক্রমণে ফিরেই ভালো লেংথ থেকে ভেতরে ঢোকা বলে বোল্ড হন ২০ বলে ১১ রান করা মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানকে আউট করে দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাবাদা।
রাবাদার সেই স্পেল পর্যন্ত টিকতে পারেননি লিটন দাসও। ২০তম ওভারে বাড়তি বাউন্স মেশানো বলে গালিতে ক্যাচ তোলেন লিটন, সেখানে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন ট্রিস্টান স্টাবস। ১৩ বলে ১ রান করে আউট হন লিটন; ৫০–এর আগে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
মধ্যাহ্ন বিরতির আগে আরেকটি উইকেট হারায় স্বাগতিকেরা। এবার বোলার কেশব মহারাজ। ২৬.১ ওভারে মহারাজের আর্ম বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন মিরাজ। তিনি ২৪ বলে ৩ বাউন্ডারিতে ১৩ রান করে আউট হন। ষষ্ঠ উইকেট পড়ার সঙ্গে সঙ্গে মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়।
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬.১ ওভারে ৬০/৬
(মাহমুদুল ১৬*, মিরাজ ১৩, মুশফিক ১১, নাজমুল ৭, মুমিনুল ৪, লিটন ১, সাদমান ০; মুল্ডার ৩/২২, রাবাদা ২/১৬, মহারাজ ১/১৬)।
* প্রথম দিনের প্রথম সেশন শেষে