বিশ্বকাপে খেলার স্বপ্ন কি অনেকটাই শেষ ওয়েস্ট ইন্ডিজের?
বিশ্বকাপে খেলার স্বপ্ন কি অনেকটাই শেষ  ওয়েস্ট ইন্ডিজের?

বিশ্বকাপে খেলতে পারবে তো ওয়েস্ট ইন্ডিজ

তবে কি বিশ্বকাপে খেলার স্বপ্ন অনেকটাই শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের! আজ নেদারল্যান্ডসের বিপক্ষে হারে এই সম্ভাবনাই এখন বেশি। ওয়েস্ট ইন্ডিজ সুপার সিক্সে উঠেছে শূন্য পয়েন্ট নিয়ে। যেখানে সুপার সিক্সে ওঠা গ্রুপ ‘এ’–এর অন্য দুই দল জিম্বাবুয়ের ৪ ও নেদারল্যান্ডসের পয়েন্ট ২।

জিম্বাবুয়ের হারারেতে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ ওয়েস্ট ইন্ডিজ হেরে যাবে, প্রথম ইনিংস পর হয়তো কেউ তা কল্পনাও করেনি। কারণ, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিকোলাস পুরানের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৩৭৪ রান। কে জানত, এই নেদারল্যান্ডসই জেসন হোল্ডারদের বিপক্ষে সেই রান ছুঁয়ে ফেলবে। তেজা নিদামানুরুর সেঞ্চুরিতে ডাচরাও থামে ঠিক ৩৭৪ রানে। ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে নেদারল্যান্ডসের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডারের করা সুপার ওভারে নেদারল্যান্ডসের অলরাউন্ডার লোগান ফন ভিক ক্রিজে এসে তোলেন ৩০ রান। ওভারের ৬ বলেই মারেন বাউন্ডারি। হোল্ডারের বলে ৩ ছক্কা ও আর ৩ চারে ম্যাচটা সেখানেই শেষ হয়ে যায়। সুপার ওভারে বল হাতেও আসেন ফন ভিক। ৫ বলের মধ্যেই ২ উইকেট তুলে নেন এই পেসার।

জয়ের অন্যতম নায়ক ফন ভিক

৩৭৫ রানের জবাবে নেদারল্যান্ডস শুরুটা করে দারুণ। দুই ওপেনার মিলে ১০.৪ ওভারে গড়েন ৭৬ রানের জুটি। ম্যাক্স ও’ডাউড ও বিক্রমজিৎ সিং—দুজনই ৩০–এর ঘরে আউট হলেও তাঁদের স্ট্রাইক রেটই ছিল ১০০–এর বেশি। ১২৮ রানে ৩ উইকেট হারানো নেদারল্যান্ডসকে জয়ের স্বপ্ন দেখান মূলত নিদামানুরু। স্কট এডওয়ার্ডসকে সঙ্গে নিয়ে গড়েন ৯০ বলে ১৪৩ রানের জুটি। ৬৮ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটসম্যান।

দলের ৩২৭ রানে নিদামানুরু আউট হলে ওয়েস্ট ইন্ডিজের দিকে ম্যাচ হেলে যায়। তবে ফন ভিক সেটা আর হতে দেননি। ২ ওভারে প্রয়োজন ৩০ রান—এমন সমীকরণের সামনেও রোস্টন চেজের ১ ওভারে ২১ রান তুলে ম্যাচটাকে সহজ করে দেন তিনি।সুপার ওভারে না গিয়েই অবশ্য দলকে জেতানোর সুযোগ ছিল তাঁর। আলজারি জোসেফের করা ইনিংসের শেষ বলে তিনি আউট হলে ম্যাচ যায় সুপার ওভারে।

তবে সুপার ওভারে নিজের কাজটা খুব ভালোভাবেই করেছেন এই অলরাউন্ডার।
এর আগে পুরানের ৬৫ বলে ১০৪ রানের ইনিংসে ৩৭৪ তোলে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্রেন্ডন কিং করেছেন ৭৬ রান।