বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দল
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দল

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুমাইয়াকে অধিনায়ক রেখেই মেয়েদের দল

কয়েক দিন আগে অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি এশিয়া কাপে সুমাইয়া আক্তারের নেতৃত্বে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। সেই সুমাইয়াকে অধিনায়ক রেখেই আজ ১৫ সদস্যের টি–টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মাহারুন নেসা ও আরভিন তানি। তাঁদের পরিবর্তে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন সাদিয়া ইসলাম ও লাকি খাতুন।

২০২৪ অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের মতো ২০২৫ বিশ্বকাপও হবে মালয়েশিয়ায়। ১৬ দলের টুর্নামেন্ট শুরু আগামী বছরের ১৮ জানুয়ারি, ফাইনাল ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। সেখানে সুমাইয়ার দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।

প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ১২টি দল সুপার সিক্সে উঠবে। সুপার সিক্সে আবার ছয় দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এ দুই গ্রুপের দুটি করে শীর্ষ দল সেমিফাইনালে উঠবে।

মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরা আবারও এভাবে মেতে ওঠার সুযোগ পাচ্ছেন

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরের দুই ম্যাচ ২০ ও ২২ জানুয়ারি অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে। সব কটি খেলা বাঙ্গির ইউকেএম–ওয়াইএসডি ক্রিকেট ওভালে।

গত বছর অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল

সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া অসীমা, ফাহমিদা ছোঁয়া, ফারিয়া আক্তার, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম, সুমাইয়া সুবর্ণা, হাবিবা ইসলাম, জান্নাতুল মাওয়া, মোসাম্মাৎ ইভা, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, জুরাইয়া ফেরদৌস, লাকি খাতুন ও নিশিতা আক্তার।