আরো একবার ব্যর্থ ব্যাটসম্যানরা
আরো একবার ব্যর্থ ব্যাটসম্যানরা

সোনা জিততে যাওয়া সাইফরা ভারতের কাছে হেরে এখন ব্রোঞ্জের আশায়

মালয়েশিয়ার বিপক্ষে ‘বোলার আফিফ ম্যাজিকে’ ২ রানে জিতেছিল বাংলাদেশ দল। প্রতিদিন তো আর এমন কিছু সম্ভব নয়! এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে কঠিন উইকেট আর শক্তিশালী প্রতিপক্ষের সামনে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। ভারতের কাছে বাংলাদেশ হেরেছে ৯ উইকেটে। আগে ব্যাট করে বাংলাদেশের করা ৯ উইকেটে ৯৬ রান ভারত টপকে গেছে ৬৪ বল হাতে রেখেই।

সোনা জয়ের লক্ষ্য নিয়ে চীনে যাওয়া সাইফ হাসানের দলকে এখন খেলতে হবে ব্রোঞ্জের জন্য। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচে হেরে যাওয়া দলের সঙ্গে ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল।

কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ইনিংসের প্রথম ৩ ওভারে ৩ রান তুলতে বাংলাদেশ হারিয়েছিল ৩ উইকেট। এই ম্যাচেও শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পাওয়ারপ্লেতে মাত্র ২১ রান তুলতে হারায় ৩ উইকেট। এরপর আফিফ ও পারভেজ হোসেন ইমন বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন। তবে ভারতীয় স্পিনারদের সামনে সেই কাজটা করতে পারেননি তাঁরা। ৩২ বলে ২৩ রান করে ফেরেন ওপেনার ইমন। তিলক বার্মার স্কিড করা বলে ‘কাউ কর্নার’ দিয়ে বড় শট খেলতে গিয়ে এক্সট্রা কাভারে ক্যাচ দেন এই ওপেনার।

জাকের আলী করেন ২৯ বলে ২৪ রান

আফিফও ফিরেছেন বড় শট খেলতে গিয়েই। সাই কিশোরের স্পিনে থার্ডম্যানে ধরা পড়েন তিনি। ১৫ বল খেলে আফিফ করতে পারেন মাত্র ৭ রান। বাংলাদেশের স্কোরকার্ডটা মূলত ১০০ রানের কাছাকাছি পৌঁছেছে জাকের আলীর ২৯ বলে ২৪ রানের ইনিংসে। আর তাঁকে এই কাজে সঙ্গ দিয়েছে ৬ বলে ১৪ রান করা স্পিনার রাকিবুল হাসান। এই ম্যাচেও স্পিন ভুগিয়েছে বাংলাদেশকে। ভারতের স্পিনাররা মিলে নিয়েছেন ৮ উইকেট।

কঠিন উইকেট, তাই বলে ভারতের বিপক্ষে ৯৬ রান যে যথেষ্ট হবে না, সেটা প্রথম ইনিংস পরই বোঝা গিয়েছিল। ৯৬ রানের জবাবে শূন্য রানে যশস্বী জয়োসোয়াল ফিরলেও বাংলাদেশের এই সংগ্রহ হেসেখেলে পার করেছেন তিলক ও রুতুরাজ গায়কোয়াড়।

তিলক বার্মা পেয়েছেন ফিফটি

দুজনের জুটি থেকে এসেছে ৫২ বলে ৯৭ রান। তাতে মাত্র ৯.২ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছে যায় ভারত। তিলক করেন অপরাজিত ২৬ বলে ৫৫ রান। আর রুতুরাজ অপরাজিত ছিলেন ২৬ বলে ৪০ রান করে।