ওয়ানডেতে কোহলির সেঞ্চুরি এখন ৪৬টি
ওয়ানডেতে কোহলির সেঞ্চুরি এখন ৪৬টি

টেন্ডুলকারকে ছাড়িয়ে টেন্ডুলকারের আরও কাছে কোহলি

পনেরো বছরের ক্যারিয়ারজুড়ে অনেকের রেকর্ডই ছাড়িয়ে গেছেন। বাকি আছে কিছু ‘দীর্ঘস্থায়ী’ রেকর্ড। যার কয়েকটি আবার শচীন টেন্ডুলকার। অনেকের অনেক রেকর্ড ছাড়িয়ে এখন যেন শুধু টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতেই নামেন বিরাট কোহলি। আজ ভারত-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডেতে গড়লেন তেমনই এক রেকর্ড।

থিরুভনন্থাপুরামে লঙ্কার বিপক্ষে ১১০ বলে ১৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কোহলি। ২৬৮ ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর ৪৬তম শতক। আর চারটি করলেই টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়ে যাবেন।

বিরাট কোহলি

মোট সেঞ্চুরি-সংখ্যায় টেন্ডুলকারের আরও কাছে চলে যাওয়ার মাধ্যমে সেঞ্চুরির অন্য একটি রেকর্ডও গড়ে ফেলেছেন কোহলি। এটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর দশম শতক। ওয়ানডেতে একটি দেশের বিপক্ষে কোনো ব্যাটসম্যানের এর চেয়ে বেশি সেঞ্চুরি নেই।

একক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ ৯ সেঞ্চুরি ছিল এত দিন কোহলি আর টেন্ডুলকারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০ ইনিংসে ৯ সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার। কোহলি সেই রেকর্ডে ভাগ বসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪২ ম্যাচে ৯ সেঞ্চুরি করে।

চলমান সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে নবম শতক পূর্ণ করেন শ্রীলঙ্কার বিপক্ষে। আজ ৪৯তম ইনিংসে সেটিকে দশে নিয়ে গেলেন। যেখানে কোহলিই এখন রাজা।

লঙ্কানদের বিপক্ষে ১৬৬ রানের ইনিংসের পথে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ পাঁচ রান সংগ্রহকারীর তালিকায়ও উঠে এসেছেন কোহলি। ২৫৯ ইনিংসে তাঁর রান এখন ১২ হাজার ৭৫৪। ১২ হাজার ৬৫০ রান নিয়ে সেরা পাঁচে থাকা শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে নেমে গেছেন ছয় নম্বরে।

৮৫ বলে তিন অঙ্ক পূর্ণ করা কোহলি নিজের একটি রেকর্ডও নতুন করে গড়েছেন। ইনিংসের প্রথম চল্লিশ ওভারে একটিও ছয় আসেনি তাঁর ব্যাট থেকে। তবে শেষ দশ ওভারেই মেরেছেন ৮টি। কোনো ওয়ানডেতে এটিই তাঁর সর্বোচ্চ ছয়।