গুজরাট টাইটানস থেকে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানসে ফিরছেন, এমন খবর পুরোনোই। তবে আজ আইপিএলের পরের মৌসুমের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিনে পান্ডিয়াকে ধরে রাখা খেলোয়াড়দের তালিকাতেই রাখে গুজরাট। কিন্তু এরপরও পান্ডিয়ার মুম্বাইয়ে ফেরার সুযোগ ছিলই। শেষ পর্যন্ত হলো সেটিই। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পান্ডিয়ার ব্যাপারে দুই ফ্র্যাঞ্চাইজির চুক্তি সই হয়ে গেছে। এদিকে গুঞ্জন উঠেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ক্যামেরন গ্রিনকে বিক্রি করে দিয়েছে মুম্বাই। সেটিও বেশ মোটা অঙ্কেই।
আইপিএলের পরের মৌসুমের জন্য ছোট পরিসরে নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। এর আগে ১২ ডিসেম্বর পর্যন্ত এক দল থেকে আরেক দলে যেতে পারেন খেলোয়াড়েরা। তবে আজ খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিনেই পান্ডিয়ার মুম্বাইয়ে ফেরা নিশ্চিত হয়ে গেছে।
ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইপিএলের সূত্র দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, পান্ডিয়ার দল পরিবর্তনের ক্ষেত্রে আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে। যেটি অর্থের বিনিময়ে হবে। আগেই জানা গিয়েছিল, পান্ডিয়াকে কিনতে গুজরাটের খরচ হওয়া ১৫ কোটি রুপিতে তাঁকে দলে ফেরাচ্ছে মুম্বাই। এর বাইরে ট্রান্সফার ফি-ও থাকছে, যার ৫০ শতাংশ পাওয়ার কথা পান্ডিয়ার। তবে সেই ফির পরিমাণ কত, সেটি প্রকাশ করা হয়নি।
পান্ডিয়াকে দলে ভেড়ানোর আগে খেলোয়াড় কেনার জন্য মুম্বাইয়ের অবশিষ্ট ছিল পাঁচ লাখ রুপি, সঙ্গে পরের নিলামে তারা খরচ করতে পারত আরও পাঁচ কোটি রুপি। ফলে পান্ডিয়াকে নিতে গেলে বেশ কয়েকজন দামি খেলোয়াড়কে ছাড়তে হতো তাদের।
সেটি তারা করেছেও। ইংলিশ পেসার জফরা আর্চারকে ছেড়ে দিয়েছে আইপিএলে পাঁচবার শিরোপা জেতা ফ্র্যাঞ্চাইজিটি। ২০২২ সালের নিলামে তাঁকে আট কোটি রুপিতে কিনেছিল তারা। এর বাইরে ক্রিস জর্ডান, ট্রিস্টান স্টাবস, ডুয়ান ইয়ানসেন, ঝাই রিচার্ডসন, রাইলি মেরেডিথের মতো বিদেশি খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে মুম্বাই।
এর আগে পান্ডিয়াসহ ডেভিড মিলার, শুবমান গিল, ম্যাথু ওয়েড, কেইন উইলিয়ামসন, রশিদ খান, নুর আহমেদ, জশ লিটলের সঙ্গে রাহুল তেওয়াতিয়া, মোহিত শর্মাদের ধরে রাখার ঘোষণা দিয়েছিল গুজরাট।
২০২২ সালের নিলামে মুম্বাই পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার পর তাঁকে নেয় নতুন দল গুজরাট। পান্ডিয়ার নেতৃত্বে প্রথম মৌসুমেই শিরোপা জেতে তারা, গতবারও ফাইনালে উঠেছিল দলটি। যদিও চেন্নাই সুপার কিংসের কাছে ফাইনালে হেরে যায়। তবে দুই মৌসুমেই গ্রুপ পর্বে শীর্ষে ছিল গুজরাট। দুই মৌসুমে তাদের হয়ে ৩০ ইনিংসে ৪১.৬৫ গড় ও ১৩৩.৪৯ স্ট্রাইক রেটে ৮৩৩ রান করেছেন পান্ডিয়া। উইকেট নিয়েছেন ১১টি।
২০১৫ সালে মাত্র ১০ লাখ রুপিতে পান্ডিয়াকে কিনেছিল মুম্বাই, এরপর দলটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। ২০২২ সালের নিলামের আগে পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বেশ আলোচিত ছিল, সেবার অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা ও কাইরন পোলার্ডকে ধরে রেখেছিল মুম্বাই।
তবে পোলার্ড আইপিএল থেকে অবসর নেওয়ার পর থেকেই একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব আছে মুম্বাইয়ে। রোহিতের পর ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ অধিনায়কও হতে পারেন তিনি। অন্যদিকে সামনের মৌসুমে গুজরাটকে নেতৃত্ব দিতে পারেন রশিদ বা গিলের কেউ।