আর একটি ছক্কা, তাহলেই টেস্টে এক ইনিংসে ছক্কার বিশ্ব রেকর্ডটা একান্তই নিজের হয়ে যায় যশস্বী জয়সোয়ালের। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এমন সময়েই কিনা ইনিংস ঘোষণা করে দিলেন! টেস্টে ছক্কার রেকর্ডটার কথা কি রোহিতের জানা ছিল না!
আজ রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ডাবল সেঞ্চুরি করার পথে ১২টি ছক্কা মেরেছেন ভারতের ওপেনার জয়সোয়াল। তাতে ওয়াসিম আকরামের ২৮ বছরের পুরোনো বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন ২২ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান। জয়সোয়াল মনে করিয়ে দিয়েছেন ২৮ বছর আগে শেখুপুরা টেস্টে ওয়াসিম আকরামের অবিশ্বাস্য সেই ইনিংসকেও।
পাকিস্তানের শেখুপুরা স্টেডিয়ামে সেটিই ছিল প্রথম টেস্ট ম্যাচ। সেই ম্যাচেই কী ওয়াসিম আকরামের এই কীর্তি। ওপেনার গ্রান্ট ফ্লাওয়ার ও আটে নামা পল স্ট্র্যাংয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭৫ রান করে জিম্বাবুয়ে। এরপর জিম্বাবুয়ের বোলাররা ২৩৭ রানেই পাকিস্তানের ৭ উইকেট তুলে নিয়ে লিড নেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। তরুণ সাকলায়েন মুশতাককে নিয়ে জিম্বাবুইয়ানদের সেই স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে ফেলেন ওয়াসিম আকরাম।
দ্বিতীয় দিনের শেষের দিকে পাকিস্তানের ৬ উইকেট পড়ার পর ওয়াসিম আকরাম যখন ব্যাটিং করতে নামেন, পাকিস্তানের রান তখন ১৮৩। মঈন খানকে নিয়ে দিনটা যখন পার করে দিলেন, পাকিস্তান অধিনায়কের রান ৫। তৃতীয় দিন সকালেই মঈনের বিদায়ের পর সাকলায়েনের সঙ্গে জুটি বেঁধে পুরো দিনটা পার করে দেওয়া আকরামকে চতুর্থ দিনেও আউট করতে পারেননি জিম্বাবুয়ের বোলাররা। ফল, এক ইনিংসেই ছক্কার রেকর্ডসহ আরও একগাদা রেকর্ডের মালিক হয়ে যান তর্কযোগ্যভাবে ক্রিকেট ইতিহাসের সেরা বাঁহাতি পেসার।
সেই ইনিংসে ১২টি ছক্কা মেরে আকরাম ভাঙেন ৬৩ বছরের পুরোনো রেকর্ড। ১৯৩৩ সালে ইংলিশ কিংবদন্তি ওয়ালি হ্যামন্ড অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১০টি ছক্কা মেরেছিলেন। আকরামের সেই ছক্কার রেকর্ড এরপর বেশ কয়েকবারই হুমকির মুখে পড়েছে। জয়সোয়ালের আগে পাঁচজন ব্যাটসম্যান ছয়বার আকরামের রেকর্ড ছোঁয়ার খুব কাছে চলে গিয়েছিলেন। তবে তাঁদের সবাই থেমে গেছেন ১১টি ছক্কায়।
শেখুপুরায় সেই ইনিংসে ২৫৭ রানে অপরাজিত ছিলেন আকরাম। টেস্টে ৮ কিংবা এর নিচে ব্যাটিংয়ে নেমে যা এখনো সর্বোচ্চ। আকরাম ভেঙেছিলেন এক পাকিস্তানিরই রেকর্ড। ১৯৫৫ সালে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে আটে নেমে ২০৯ রান করেছিলেন পাকিস্তানের উইকেটকিপার ইমতিয়াজ আহমেদ। এরপর টেস্টে ৮ নম্বরে নেমে ডাবল সেঞ্চুরি করতে পেরেছেন আর একজনই। ২০১৯ সালে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ২০২ রান করেছিলেন জেসন হোল্ডার।
টেস্টে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও করেছিলেন আকরাম। শেখুপুরায় পাকিস্তান ব্যাট করেছিল এক ইনিংস। এই রেকর্ডেও ১৯৩৩ সালের ওয়ালি হ্যামন্ডকে পেছনে ফেলেছিলেন আকরাম। ২০১৯ সালের বিশাখাপট্টনম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৩টি ছক্কা মেরে আকরামের রেকর্ড ভেঙে দেন ভারতের রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে জোড়া সেঞ্চুরি করার পথে ভারতীয় ওপেনার প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৭টি ছক্কা মারেন। আজ শেষ হওয়া রাজকোট টেস্টে ১২টি ছক্কা নিয়ে আকরামের পাশে বসেছেন জয়সোয়ালও।
২৫৭ রান করার পথে ৩৬৩ বল খেলেছিলেন আকরাম। আটে নেমে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড এটিই। ৩১৩ রানের অষ্টম উইকেট জুটিতে আকরামের সঙ্গী সাকলায়েন খেলেছিলেন ৩৫৯ বল, যা ৯ নম্বর কোনো ব্যাটসম্যানের এক ইনিংসে খেলা সবচেয়ে বেশি বল। সাকলায়েন করেছিলেন ৭৯ রান। আকরাম পেছনে ফেলেছিলেন ইংল্যান্ডের উইকেটকিপার বব টেলরকে। ১৯৭৯ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে আটে নেমে ৩০০ বলে ৯৭ রান করেছিলেন টেলর।
আকরাম-সাকলায়েনের ৩১৩ রানের জুটি অষ্টম উইকেটে বিশ্ব রেকর্ড হিসেবে টিকে ছিল ১৪ বছর। ২০১০ সালে যা ভেঙে দেন জোনাথন ট্রট ও স্টুয়ার্ট ব্রড। সেটি আবার পাকিস্তানের বিপক্ষেই। লর্ডসে অষ্টম উইকেট জুটিতে দুজন যোগ করেছিলেন ৩৩২ রান।