আবারও হারল সাকিবের গল টাইটানস
আবারও হারল সাকিবের গল টাইটানস

এলপিএলে সাকিবের টানা ৪ হার

আবারও হারল সাকিবের গল টাইটানস। এবার সাকিবের দল হারল ডাম্বুলার বিপক্ষে। প্রথমে ব্যাট করে গল টাইটানস তুলেছিল মাত্র ১৩৩ রান, যা ৭ উইকেট আর ১৪ বল বাকি থাকতেই টপকে যায় ডাম্বুলা। লঙ্কান প্রিমিয়ার লিগে এটি সাকিবের দলের টানা ৪ হার। ৬ ম্যাচে ৪ হারে গল আছে পয়েন্ট টেবিলের তলানিতে। সমানসংখ্যক ম্যাচে ৪ জয়ে শীর্ষে ডাম্বুলা।

ডাম্বুলাকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েও চাপে রেখেছিলেন গলের বোলাররা। তবে ডাম্বুলার ওপেনার আভিস্কা ফার্নান্দোর ৪৯ বলে ৭০ রানের অপরাজিত ইনিংসে শেষমেশ জয় পেতে কোনো সমস্যা হয়নি কুশল মেন্ডিসের দলের।

ব্যাট হাতে সফল না হলেও বল হাতে সাকিব ছিলেন দুর্দান্ত। ৪ ওভার বোলিং করে সাকিব দিয়েছেন ২০ রান, নিয়েছেন কুশল পেরেরার উইকেট। মূলত পেরেরার এই উইকেটের পরই জয়ের কিছুটা সম্ভাবনা জাগে গলের। পেরেরাকে আউট করা সেই ওভারে মাত্র ১ রান দেন সাকিব। সেই ওভার শেষে ৩০ বলে ৩০ রানের সমীকরণ দাঁড়ায় ২৪ বলে ২৯ রানের। তবে পরের ওভারে লাহিরু কুমারা ১৯ রান দিলে সহজ জয় পায় ডাম্বুলা।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা গল টাইটানস শুরু থেকেই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি। ১২ বলে ১৫ রান করে টিম সাইফোর্ট আউট হয়ে যাওয়ার পর আরেক ওপেনার শেবন ড্যানিয়েল ফেরেন ৯ বলে ৭ রান করে।

৪ নম্বরে ক্রিজে আসেন সাকিব। কিউই ব্যাটসম্যান চাড বৌসের সঙ্গে ২০ বলে ২৬ রানের জুটি গড়েন। দুজনের কেউই অবশ্য ইনিংস বড় করতে পারেননি। বৌস ১৮ বলে ২২ রান করে ফেরার পর সাকিব আফগান স্পিনার নুর আহমেদের বলে বোল্ড হন ১৩ বলে ১৩ রান করে। গলের অধিনায়ক শানাকা করেছেন ৩৬ রান। তাতেই মূলত ১৩৩ রানের সংগ্রহ পায় গল।

এলপিএলের এবারের আসরে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ভালো করলেও এই নিয়ে টানা তিন ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেন সাকিব।