ফটো ফিচার

সিমন্সের অধীনে মুমিনুলের হাসি, বড় দায়িত্ব মিরাজের

আগামী পরশু মিরপুরে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এর আগে নতুন কোচ ফিল সিমন্সের অধীনে দ্বিতীয় দিন অনুশীলন করছে বাংলাদেশ দল।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকে কী মাথায় রাখতে বলছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ
হাসিমুখেই ক্যামেরাবন্দী হয়েছেন জাকির হাসান। এমন হাসিমুখ স্থায়ী করতে এবার প্রয়োজন একটি বড় ইনিংস
চোটের কারণে পাকিস্তান সফরে দলে ছিলেন না। ভারত সফরেও একাদশে জায়গা হয়নি। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে কি ফিরছেন মাহমুদুল হাসান
নতুন কোচ ফিল সিমন্সের অধীনে দ্বিতীয় দিন অনুশীলনে নামার আগে বাংলাদেশ দল
সাকিব আল হাসানের জায়গায় দলে এসেছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। মিরপুর টেস্টে কি অভিষেক হবে মুরাদের
কোচ সিমন্স ও অধিনায়ক নাজমুলকে কী বোঝাচ্ছেন পিচ কিউরেটর গামিনি ডি সিলভা
প্রিয় সংস্করণ বলে কথা! মুমিনুল হকের মুখে হাসি তো থাকবেই
সাকিব নেই, এখন ব্যাটে–বলে বাংলাদেশকে বাঁচানোর বড় দায়িত্ব মেহেদি হাসান মিরাজের