ফারুক আহমেদের প্রথম বোর্ড সভা। স্বাভাবিকভাবেই সভা–পরবর্তী সংবাদ সম্মেলনে অনেক প্রশ্ন। সব প্রশ্নের উত্তর নতুন সভাপতির পক্ষে এখনই দেওয়া সম্ভব নয়, সেটাও স্বাভাবিক। তবে তার মধ্যেও একটা প্রশ্নে ফারুক আহমেদ পরিষ্কার বলে দিয়েছেন, সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ডে কিছু দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই।
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ‘কিছু দুর্নীতি যে হয়েছে, এটা আমরা সবাই জানি। এটা অস্বীকার করতে পারব না।’ দুর্নীতি প্রসঙ্গে ফারুক পরে আরেক প্রশ্নের জবাবে বলেছেন, তাঁদের ওপর কোনো চাপ নেই। বোর্ড পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে। কাজেই তাঁদের কাজের ধরনে আগের চেয়ে অনেক কিছুই ব্যতিক্রম হবে।
সেই উপলব্ধি থেকেই ফারুক আহমেদের প্রথম বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, সেরা চারটি অডিট ফার্ম থেকে একটিকে বেছে নিয়ে স্বাধীনভাবে বিসিবির সব আর্থিক কর্মকাণ্ডের অডিট করা হবে। অডিটে কোনো অনিয়ম ধরা পড়লে তার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।
যেহেতু সব সিদ্ধান্তে প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর থাকে এবং আর্থিক বিষয়াদির সঙ্গে প্রধান অর্থ কর্মকর্তারও সংশ্লিষ্টতা থাকে, সংবাদ সম্মেলনে তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন হয়েছে। জবাবে বিসিবি সভাপতি বলেছেন, সেসবও খতিয়ে দেখা হবে। তবে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী প্রসঙ্গে তিনি এ-ও বলেছেন, ‘প্রধান নির্বাহী কর্মকর্তা ১২ বছর ধরে দায়িত্ব পালন করছেন। পদের কারণেই তাঁকে অনেক কিছুতে সই করতে হয়। তবে তিনি অনেক অভিজ্ঞ ও যোগ্য।’
২০২৩ বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে তিন সদস্যের একটি মূল্যায়ন কমিটি করেছিল বিসিবি। কমিটি রিপোর্টও জমা দিয়েছে অনেক দিন হলো। কিন্তু সেই রিপোর্টে কী আছে, আজ পর্যন্ত কেউ জানে না। ফারুক প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আইনি কোনো বাধা না থাকে, তাহলে এই মূল্যায়ন রিপোর্ট প্রকাশ করবেন তিনি। রিপোর্টে কারও ব্যাপারে কোনো সুপারিশ থাকলে সেভাবে ব্যবস্থাও নেবেন। শুধু ২০২৩ বিশ্বকাপ নয়, বিসিবির এর আগের বিভিন্ন তদন্ত রিপোর্টও প্রয়োজনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সভায় জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে। তবে এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলছে বলে এ ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। এ ব্যাপারে ফারুক আহমেদের কথা, ‘সফরের মাঝখানে কিছু করতে চাই না। বোর্ড প্রধান হয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়াই যায়। তবে এটাও ভাবতে হবে অন্য কোনো জায়গায় যেন সমস্যা না হয়। টেস্ট সিরিজটা যাক, আমরা সবার মতামত নিচ্ছি। অদূর ভবিষ্যতে কিছু একটা দেখতে পাবেন।’
কিছু দুর্নীতি যে হয়েছে, এটা আমরা সবাই জানি। এটা অস্বীকার করতে পারব না।বিসিবি সভাপতি ফারুক আহমেদ
সভায় পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের দরপত্র বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ফারুক বলেছেন, যেহেতু এটা অনেক বড় কাজ, তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এগোতে চায় বোর্ড। এই স্টেডিয়ামের পেছনে এরই মধ্যে কিছু টাকা খরচও করে ফেলেছে বিসিবি। সেই টাকা যতটা সম্ভব পুনরুদ্ধারের চেষ্টাও করা হবে। তবে তিনি জানিয়েছেন, খেলার জন্য মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে সেখানে দুটি মাঠ প্রস্তুত করবে বিসিবি।
এই স্টেডিয়ামের বাইরেও ঢাকার আশপাশে জমি কিনে মাঠ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল নাজমুল হাসানের বোর্ড। সভায় সিদ্ধান্ত হয়েছে, দুটির পরিবর্তে একটি বড় জায়গা কিনে মাঠ করা যায় কি না, সেটার সম্ভাব্যতা যাচাই করে দেখবে বোর্ড। এ ছাড়া বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফতুল্লা স্টেডিয়ামকে অগ্রাধিকার ভিত্তিতে খেলার উপযোগী করে তোলা হবে।
আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা পরবর্তী বিপিএল। বিসিবি সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট করে সময়মতোই টুর্নামেন্ট শুরু করার। তার আগে পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা হবে, তারা দল রাখবে কি না। না রাখলে নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজবে বোর্ড।
সভায় সভাপতি ফারুক আহমেদসহ মোট ১১ পরিচালক উপস্থিত ছিলেন। অনুপস্থিত ব্যক্তিদের মধ্যে নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।