ম্যাচসেরা হয়েছেন জাদেজা
ম্যাচসেরা হয়েছেন জাদেজা

আঙুলে ক্রিম লাগিয়ে শাস্তি পেলেন জাদেজা

কী রোমাঞ্চকরভাবেই না আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন রবীন্দ্র জাদেজা! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর কঠিন কন্ডিশনে ব্যাট হাতে করেছেন ৭০ রান। টানা দুই ইনিংসেই ফিরিয়েছেন আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর ব্যাটসম্যান মারনাস লাবুশেনকে। নাগপুরে সব মিলিয়ে ৭ উইকেট নেওয়ার সঙ্গে ৭০ রান করে তিনিই হয়েছেন ম্যাচসেরা।

জাদেজার এই আনন্দে কিছুটা হলেও হতাশা বয়ে এনেছে নিয়ম ভঙ্গ করার শাস্তি। ভারত যখন ফিল্ডিংয়ে ছিল, তখন আঙুলে ক্রিম লাগানোর কারণে জাদেজাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে জাদেজার খাতায়।

টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসের ৪৬তম ওভারে সতীর্থ মোহাম্মদ সিরাজের ডান হাতের ওপর থেকে কোনো একটি পদার্থ তুলে নেন জাদেজা। এর পর থেকেই আলোচনা শুরু হয়—জাদেজা বল বিকৃত করেছেন কি না। অস্ট্রেলিয়ার অনেক সাবেক ক্রিকেটারও জাদেজার এই ঘটনা নিয়ে টুইটে ক্ষোভ ঝেড়েছেন। তখন এর ব্যাখ্যায় ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়, বোলিং হাতের তর্জনীতে ব্যথানাশক ক্রিম লাগিয়েছেন জাদেজা।

ক্রিকেটের আইন বলছে, বোলার হাতে কোনো কিছু মাখাতে চাইলে আম্পায়ারের অনুমতি নিতে হবে। বলের কন্ডিশন ঠিক রাখতেই এই নিয়ম। জাদেজা সেটা করেননি। সেদিক থেকে জাদেজা আইসিসির নিয়ম ভেঙেছেন।

এ কারণেই নাগপুর টেস্টের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জাদেজাকে এই শাস্তি দিয়েছেন। ভারতের বাঁহাতি অলরাউন্ডার শাস্তি মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি। জাদেজা আঙুলের ব্যথা কমানোর জন্যই হাতে ক্রিম লাগিয়েছেন বলে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে বল–বিকৃতির অভিযোগ আনা হয়নি।

জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে অধিনায়ক রোহিত শর্মার সেঞ্চুরি মিলিয়ে নাগপুরে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়েছে ভারত।