বিশ্বকাপের সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে শীর্ষ সারির ক্রিকেটারদের বিশ্রামে রাখতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ খেলতে তাই দ্বিতীয় দল পাঠাচ্ছে কিউই বোর্ড। অপেক্ষাকৃত দুর্বল দলে যে কজন চেনামুখ আছেন, তাঁদের একজন ফিন অ্যালেন।
সেই অ্যালেনই এজবাস্টনে আজ নতুন এক রেকর্ড গড়লেন। ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস উপহার দিলেন এই ওপেনার। এত দিন যে রেকর্ডটা ছিল ব্রেন্ডন ম্যাককালামের; ২০১৩ সালে হ্যামিল্টনে করেছিলেন ৭৪ রান।
ম্যাককালামের ১০ বছর আগের সেই রেকর্ড অ্যালেন ভেঙে ফেলার পর ফিফটি পেয়েছেন গ্লেন ফিলিপস। তাতে নিউজিল্যান্ড তুলেছে ২০২ রানের বড় সংগ্রহ; এটা আবার ইংলিশদের বিপক্ষে টি–টোয়েন্টিতে কিউইদের দলীয় সর্বোচ্চ।
এরপর বল হাতে তোপ দেগেছেন কাইল জেমিসন। তাঁর সঙ্গে ইশ সোধি–টিম সাউদির দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ড গুটিয়ে গেছে ১২৮ রানে। ৭৪ রানের বড় জয়ে সিরিজও জিইয়ে রেখেছে নিউজিল্যান্ড।
ইংলিশ অধিনায়ক জস বাটলার যা একটু লড়েছেন। ২১ বলে ৪০ রান করে তিনি আউট হতেই হুড়মুড়িয়ে পড়েছে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ।
৪ ম্যাচ সিরিজে স্বাগতিক ইংল্যান্ড এখন ২-১ ব্যবধানে এগিয়ে। মঙ্গলবার নটিংহামে শেষ টি-টোয়েন্টিটা তাই রূপ নিয়েছে সিরিজ নির্ধারণীতে।
নিউজিল্যান্ড ২০ ওভারে ২০২/৫
(অ্যালেন ৮৩, ফিলিপস ৬৯, সাইফার্ট ১৯; অ্যাটকিনসন ২/৩১, উড ১/৩৬, লিভিংস্টোন ১/৫৫)
ইংল্যান্ড ১৮.৩ ওভারে ১২৮
(বাটলার ৪০, মঈন ২৬, বেয়ারস্টো ২২; জেমিসন ৩/২৩, সোধি ৩/৩৩, সাউদি ২/৩০)
ফল নিউজিল্যান্ড ৭৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ ফিন অ্যালেন।
সিরিজ ৪ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে এগিয়ে।